নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
১১এপ্রিল আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের নির্বাচন হয়েছে। ফলাফল জানা যাবে ২৩ মে। কিন্তু তার আগেই সোসাল মিডিয়াতে জনমত সমীক্ষার হিড়িকের বাড়বাড়ন্ত।
সোসাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছে পোল।যার ভিত্তিতে জেতা হারার মতও প্রকাশ করা হচ্ছে।
তথ্য বিচারের কোন নিয়ম না মেনেই এই সমীক্ষার ফলে কখনও তৃণমূল কখনও বিজেপি জিতছে বলে অনুমান।আর সেই অনুমান ঘিরে যথেষ্ট কৌতুহল।চা দোকান থেকে আড্ডাতেও চলছে আলোচনা।শুধু তাই নয় এই ফলে ভিত্তিতে জেতার আশায় বুক বাঁধছেন রাজনৈতিক দলগুলিও।তার আভাস পাওয়া গেল আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গা প্রসাদ শর্মার কথায়,তিনি বলেন,“সোসাল মিডিয়া বর্তমানে সমাজের দর্পনে পরিনত হয়েছে।আর বেশির ভাগ সমীক্ষাতে আমরা আলিপুরদুয়ার লোকসভা আসনে জয়লাভ করেছি। তাও আবার ব্যাপক ভোটে। সেই কারনে বোঝাই যাচ্ছে আলিপুরদুয়ার লোকসভা আসনে আমরা ইতিমধ্যেই জয়ী হয়ে আছি।যদিও নির্বাচন কমিশনের চুরান্ত ফলাফল জানা যাবে ২৩ মে। আমরা এখন সেই রায়ের অপেক্ষায় আছি।”
আরও পড়ুনঃ ভুল করে দু’ঘন্টা পূর্বে সভাস্থলে হাজির দেব
যদিও এই বিষয় নিয়ে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের নেতা মৃদুল গোস্বামি ভিন্ন কথা বলেন,তিনি জানালেন,“এই সব ফলাফলের তেমন কোন ভিত্তি নেই।আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে আমরা নিশ্চিত ভাবে জিতব।২৩ মে ফলাফল প্রকাশের পর মানুষের কাছে তা পরিষ্কার হয়ে যাবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584