নিউজ ডেস্ক,কলকাতাঃ
মঞ্চ ভর্তি মন্ত্রী সংসদ বিধায়ক নিয়ে নিজের সাংসদ এলাকার উন্নয়নের খতিয়ান তুলে ধরতে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ করলেন বই ‘নিঃশব্দ বিপ্লব’।
সাংসদ হিসাবে অভিষেকের কার্যকালের মেয়াদ চারবছর অতিক্রান্ত। এই চার বছরে ডায়মন্ড হারবারে কি কি উন্নয়ন তিনি করেছেন তাই পুস্তক আকারে ‘নিঃশব্দ বিপ্লব’।পুস্তক প্রকাশের এই অনুষ্ঠান ঘিরে আতিশয্যের খামতি ছিল না কোথাও,উপস্থিত মন্ত্রী বিধায়ক সাংসদদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো।
কিন্তু উচ্ছ্বাসের পিছনেও উঠছে অন্যপ্রশ্ন ২০১৯ এর নির্বাচনের পূর্বে এই ধরনের বই প্রকাশের রাজনৈতিক কারণ নিয়েই এই প্রশ্ন ঘুরছে।কারণ এতদিন তৃণমূলের সবজয় নির্ধারিত হয়েছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সব উন্নয়নের কান্ডারিও তিনি তবে হঠাৎ করে কি এমন প্রয়োজন পড়লো যে অভিষেকে নিঃশব্দ বিপ্লব প্রকাশ করে উন্নয়নের খতিয়ান দিতে হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584