চলতি বছরের জুলাই মাসে কলকাতা বইমেলা

0
91

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

পিছিয়ে গেলেও বন্ধ হচ্ছে না কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আগামী জুলাই মাসে এবারের বইমেলার আয়োজন করতে চলেছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।বৃহস্পতিবার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এরকমই জানানো হয়েছে তাঁদের তরফে।

book fair | newsfront.co
ফাইল চিত্র

যদিও গিল্ডের এই সময় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে। কারণ জুলাই মাসে বৃষ্টির সম্ভাবনা থাকে প্রবল। সেই পরিস্থিতিতে মেলার আয়োজন হলে সমস্যায় পড়তে পারেন প্রকাশক ও বই বিক্রেতারা।এমনিতে কলকাতা আন্তর্জাতিক বইমেলা জানুয়ারির শেষ বুধবার থেকে শুরু হয়ে টানা দশদিন ধরে চলে। তবে সম্প্রতি কয়েক বছর ধরে মেলা চলছে ১২ দিন।

kolkata book fair | newsfront.co
প্রেস রিলিজ

এ বছর সেই ক্যালেন্ডার অনুযায়ী তা হওয়ার কথা ছিল ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু করোনা অতিমারির জন্য সেসময় বইমেলার আয়োজন করা সম্ভব হয়নি। গিল্ডের তরফে মেলা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়। জানানো হয়েছিল করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তা আয়োজনের চেষ্টা করা হবে। সেই মতো করোনার প্রকোপ কমতেই নতুন করে মেলার আয়োজনের দিনক্ষণ জানিয়ে দিল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।

আরও পড়ুনঃ মেদিনীপুরে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন

বৃহস্পতিবার গিল্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “পৃথিবীব্যাপী অতিমারির কারণে আমরা ৪৫তম আন্তর্জাতিক বইমেলা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। আশা করা যায় দ্রুত আমরা এই অতিমারির সংকট কাটিয়ে উঠতে পারব।” তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনই মেলার আয়োজন সম্ভব নয়।

গিল্ড জানিয়েছে, ”রাজ্যের নির্বাচন, আইসিএসসি, সিবিএসই, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচির কথা মাথায় রেখে আগামী জুলাই মাসে এই বইমেলার আয়োজন করা হবে। স্থান সেন্ট্রাল পার্ক, সল্টলেক।“ ২০২১-এ কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ।

আরও পড়ুনঃ বালুরঘাটে বিশ্ব জলাভূমি দিবস উদযাপন

মুজিবের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে বাংলাদেশকে নির্বাচন করা হয়েছে। এবছরের বইমেলা মুজিবর রহমান এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নামে উৎসর্গ করা হচ্ছে। সেই সঙ্গে নেতাজির জন্মের ১২৫ তম বর্ষ এবং সত্যজিত রায়ের জন্মশতবর্ষও পালিত হবে বইমেলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here