পদত্যাগের চাপে পুদুচেরিতে ভাঙনের মুখে কংগ্রেস সরকার

0
94

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের এখনও কয়েক মাস বাকি কিন্তু ক্ষমতায় থাকা নিয়ে সমস্যায় পুদুচেরির কংগ্রেস সরকার। মঙ্গলবার বিধানসভায় পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চল কংগ্রেস সরকার তার সংখ্যাগরিষ্ঠতা হারাতে থাকায় বিধায়ক এ জন কুমার স্পিকার ভি পি শিবকোলুন্থুর কাছে পদত্যাগের প্রস্তাব দেন। ৩০ আসনের মধ্যে বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা এখন ১০।

Puducherry Congress | newsfront.co
স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন বিধায়ক এ জন কুমার। ছবিঃ দি হিন্দু

গত বছরের মাঝামাঝি সময় থেকেই পুদুচেরি বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা ক্রমশই কমেছে। জন কুমারের পদত্যাগের পর মোট ৪ জন বিধায়ক কংগ্রেসের ক্যাবিনেট ছেড়ে বেরিয়ে যান। ২০১৬-র বিধানসভা নির্বাচনে কংগ্রেস পুদুচেরিতে ৩০ টি আসনের মধ্যে ১৫ টি আসন দখল করেছিল। জোটসঙ্গী ডিএমকে পেয়েছিল ৪ টি আর এক নির্দল তাদের সমর্থন করেছিল।

কংগ্রেস নেতৃত্বাধীন পুদুচেরির সরকার এই পরিস্থিতিতে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। গত কয়েকদিনে একদিকে চার কংগ্রেস বিধায়ক ইস্তফা দিয়েছেন, অন্যদিকে এক বিধায়কের সদস্যপদ বাতিল হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ আড়াইশো বাম নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা কলকাতা পুলিশের

কংগ্রেসের তরফে ভি নারায়নস্বামী সরকার গঠন করেন। তবে প্রথম থেকেই তিনি অভিযোগ করেছিলেন, উপরাজ্যপাল তাঁকে কাজ করতে দিচ্ছেন না। উপ রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী সম্প্রতি রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করেন। তাঁকে স্মারকলিপিও দেন। মুখ্যমন্ত্রী নারায়নস্বামী সংবাদমাধ্যমকে জানান, তিনি রাষ্ট্রপতির সাক্ষাৎপ্রার্থী কেননা উপরাজ্যপাল কিরণ বেদি প্রতি পদক্ষেপে তাঁর কাজে বাধা দিচ্ছেন।

আরও পড়ুনঃ ২০১৬ দেশদ্রোহিতা মামলায় কানহাইয়া উমর-সহ ১০ জনকে সমন দিল্লি হাইকোর্টের

ক্ষমতাসীন কংগ্রেস-ডিএমকে জোট এবং এআইএডিএমকে-বিজেপি জোটের ৩৩-সদস্যের সভায় ১৪ জন বিধায়ক রয়েছেন – বিধানসভায় তিনজন মনোনীত বিধায়ক রয়েছেন, বর্তমানে ২৮ জন বিধায়ক রয়েছেন। কংগ্রেসের দশ জন বিধায়ক ছাড়াও তিন ডিএমকে বিধায়ক এবং একটি স্বতন্ত্র শাসক জোটকে সমর্থন করছেন। রাহুল গান্ধীর বুধবার পুদুচেরি যাওয়ার কথা। তার আগেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পুদুচেরিতে কংগ্রেসের সরকার তৈরি হওয়ার পর প্রথমবার রাহুল গান্ধীর পুদুচেরি সফর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here