লড়াইয়ে ফেরার মরিয়া প্রচেষ্টা পূজারা-কোহলিদের

0
58

স্পোর্টস ডেস্ক, নিউজ ফ্রন্ট:

ছবি সৌজন্যে: টুইটার

লড়াইয়ে ফেরার মরিয়া চেষ্টা করছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২১৫।অপরাজিত রয়েছেন ক্যাপ্টেন বিরাট কোহলি ও চেতেশ্বর পুজারা।

এর আগে আজ তৃতীয় দিনের শুরুতে ইংল্যান্ডের বাকি ২ উইকেট সহজেই তুলে নেয় ভারত।ওভারটনকে (৩২) ফেরান মোহাম্মদ সামি, রবিনসনকে (০) ফেরান জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪৩২ রান সংগ্রহ করে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কেএল রাহুলের (৮) উইকেট হারায় ভারত। ওভারটনের বলে বেয়ারস্টোর অ্যাক্রোব্যাটিক ক্যাচে তিনি প্যাভেলিয়নের রাস্তা দেখেন। তারপরে ক্রিজে আসেন দীর্ঘদিন থেকে অফ ফর্মে থাকা চেতেশ্বর পুজারা। পুজারা ও রোহিত শর্মার জুটি ৮২ রান যোগ করার পর রবিনসনের বলে ৫৯ রান করে এলবিডব্লিউ আউট হন রোহিত শর্মা। অফ ফর্মে থাকা চেতেশ্বর পুজারা দীর্ঘদিন পর দায়িত্বশীলতার সঙ্গে ব্যাট করে সিরিজের প্রথম হাফ সেঞ্চুরি করেন। দিনের শেষে পূজারা অপরাজিত রয়েছেন সেঞ্চুরির দোরগোড়ায়, ৯১ রানে। অন্যদিকে ক্যাপ্টেন বিরাট কোহলি অপরাজিত রয়েছেন ৪৫ রানে। ভারত এখনও ১৩৯ রানে পিছিয়ে রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here