শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
কোভিড পরিস্থিতির কারণে এমনিতেই শিক্ষাবর্ষের বিপুল সময় নষ্ট হয়েছে। কাটছাট করা হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাসে। তবে এবার নজিরবিহীনভাবে পর্ষদের বেশ কয়েকটি বিভাগের কর্মীদের পুজোর ছুটি বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ।
আরও পড়ুনঃ রাজ্যে এমবিবিএস আসন বেড়ে ৪ হাজার, টুইটে ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফলে স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়েছে, পরিবর্তিত সিলেবাসে নির্ধারিত সময়েই পরীক্ষা নিতে পারে মধ্যশিক্ষা পর্ষদ এই বলে।জানা গিয়েছে, পর্ষদের প্রশ্নপত্র সংক্রান্ত বিভাগ সহ কয়েকটি বিভাগের কর্মীদের পুজোর ছুটি বাতিল করা হয়েছে। বিশেষত যারা পরীক্ষার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে। এ বছর পরীক্ষার সিলেবাসে কাটছাট করার কারণে প্রশ্নপত্র বদল করার প্রয়োজন হয়ে পড়েছে। প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসেই সাধারণত মাধ্যমিক পরীক্ষা হলেও বর্তমানে করোনা পরিস্থিতি এবং ২০২১ সালে বিধানসভা ভোটের কারণে মাধ্যমিক পরীক্ষা পিছনোর জল্পনা শুরু হয়েছিল।
আরও পড়ুনঃ শুভেন্দুর হাত ধরে কী বঙ্গ রাজনীতিতে নয়া মোড়! উঠছে জল্পনা
সিলেবাস কমিটি এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফের জমা করা রিপোর্টে বলা হয়েছে, ২০ থেকে ২৫ শতাংশ সিলেবাসও কাটছাট করা যেতে পারে ২০২১-এর মাধ্যমিক পরীক্ষার জন্য। এছাড়া বুধবার অথবা বৃহস্পতিবার এই বছরের মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশ হতে পারে বলেই পর্ষদ সূত্রের খবর।
তবে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, সম্প্রতি স্কুল শিক্ষা সচিবের তরফে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে ফেব্রুয়ারি ও মার্চ মাসেই বিধানসভা ভোটের আগেই পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। এখন মুখ্যমন্ত্রী পুজোর পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে মত পর্ষদ কর্তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584