নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সুপ্রিম কোর্ট আজ বেলা ১ টায় ২০১২ দিল্লি গণধর্ষণ মামলার রায় ঘোষণা করবে। আদালত এই মামলার অন্যতম সাজা প্রাপ্ত অক্ষয় কুমার সিং এর আবেদনের শুনানি করছে। যদিও নির্ভয়ার মা খুবই আশাবাদী অক্ষয়ের পিটিশন এর প্রত্যাখ্যান নিয়ে।
Akshay's review petition will surely be rejected: Nirbhaya's mother
Read @ANI Story | https://t.co/Eslu5xTRMT pic.twitter.com/BO9jEyEioR
— ANI Digital (@ani_digital) December 18, 2019
2012 Delhi gang rape case: Supreme Court to pronounce the order at 1 PM today. The court is hearing the review petition of Akshay Kumar Singh, one of the convicts in the case. pic.twitter.com/v9BOiYIo57
— ANI (@ANI) December 18, 2019
এদিকে দিল্লির পতিয়ালা হাউস কোর্টে আজ দুপুর ২ টায় শুনানির ঘোষণা করা হয়েছে। ২০১২ দিল্লির গণধর্ষণের শিকার অভিভাবকের বাবা-মায়ের এই মামলায় সকল দণ্ডপ্রাপ্তকে ফাঁসি অথবা ফাঁসি কার্যকর করার তাগিদ চেয়েছিল। সমস্ত আসামিকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এএসজে, সতীশ কুমার অরোরার আদালতে হাজির করা হবে।
আরও পড়ুনঃ কিংবদন্তি অভিনেতা-নাট্যকার শ্রীরাম লাগুর জীবনাবসান
Delhi's Patiala House Court to hear at 2 pm today, the plea of 2012 Delhi gang-rape victim's parents seeking to expedite the execution/hanging of all the convicts in the case. All convicts will be produced through video conferencing before the court of ASJ, Satish Kumar Arora.
— ANI (@ANI) December 18, 2019
তবে এ দিন ফাঁসির পুনর্বিবেবচনায় এক নয়া তথ্যকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কোর্টে। জানা গেছে, ঘুষ নিয়েছিলেন নির্ভয়ার বন্ধু। তার বিরুদ্ধে মামলা চলছে।
এই তথ্যকে হাতিয়ার করেছেন অপরাধীর আইনজীবী এপি সিংহ। তাঁর মতে, অক্ষয়ের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ আনা হয়েছে।
বুধবার সকালে বিচারপতি অশোক ভূষণ, এএস বোপান্না এবং আর ভানুমতীর বেঞ্চে মামলার শুনানি শুরু হলে অক্ষয়ের ফাঁসির তীব্র বিরোধিতা করেন এপি সিংহ। তিনি বলেন, ‘‘এ দেশ থেকে ফাঁসি তুলে দেওয়া উচিত। কারণ এতে অপরাধীকে মেরে ফেলা হলেও অপরাধ শেষ করা যায় না।’’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584