ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাঞ্জাবে মৃত্যু হল এক শীর্ষ পুলিশ কর্তার। মৃত অনিল কোহলি লুধিয়ানার অ্যাসিসটেন্ট পুলিশ কমিশনার ছিলেন। লুধিয়ানা জেলায় এই নিয়ে করোনা আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হল।
Sad News
ACP Anil Kohli passed away.
Died of #COVIDー19 . Was admitted in SPS Hospital Ludhiana— DPRO LUDHIANA (@LudhianaDpro) April 18, 2020
জেলা জনসংযোগ বিভাগ ডিপিআরও এক টুইট বার্তায় জানায়, “দুঃখের খবর! এসিপি অনিল কোহলির মৃত্যু হয়েছে। তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। লুধিয়ানার এসপিএস হসপিটাল ভর্তি ছিলেন তিনি।”
আরও পড়ুন:‘পিএম কেয়ার্স’-এ অনুদান ও ‘আরোগ্য সেতু’ অ্যাপ ডাউনলোডের শর্তে জামিন মঞ্জুর
গতকালই পাঞ্জাব সরকারের তরফে জানান হয়েছিল যে অনিল কোহলিকে সুস্থ করার জন্য প্লাসমা থেরাপি করা হবে। কিন্তু তারপরেই আজ তাঁর মৃত্যু হল।
ইতিমধ্যে,স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গেছে দেশে শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৩ জনের। নতুনভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯১ জন।(ফিচার ছবি সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584