নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
নয়া কৃষি আইন নিয়ে কেন্দ্রের উপর বিক্ষুব্ধ কৃষকরা হামলা চালাচ্ছেন রিলায়েন্স জিওর টাওয়ারে। পাঞ্জাব-হরিয়ানায় একের পর এক টাওয়ারে হামলার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। মঙ্গলবার পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট পাঞ্জাব ও কেন্দ্রীয় সরকারকে নোটিস দিল।
রিলায়েন্স জিও ইনফোকমের তরফে মামলা দায়ের করা হয় হাইকোর্টে, এরপরেই দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রাজ্যে বেশ কিছু জায়গায় জোর করে জিওর স্টোর বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে।
আরও পড়ুনঃ সমাধান অধরা, ফের কেন্দ্র-কৃষক বৈঠক ৮-এ
কৃষক বিক্ষোভের মধ্যেই পাঞ্জাবে প্রায় ১৫০০ মোবাইল টাওয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবারই রিলায়েন্সের তরফে মিথ্যা অপপ্রচার ও সম্পত্তি নষ্ট করার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। তারা আদালতে এটাও হলফনামা দিয়ে জানায়, এই মুহূর্তে কর্পোরেট বা চুক্তিভিত্তিক চাষাবাদে নামার কোনও পরিকল্পনা নেই তাদের। রিলায়েন্স সবসময়ই কৃষকদের পণ্য বিক্রয়ে পূর্বাভাসের ভিত্তিতে ন্যায্য ও লাভজনক দামের পক্ষে। আদালতে এমনটাই জানিয়েছে মুকেশ আম্বানির সংস্থা।
আরও পড়ুনঃ করোনার কাঁটায় প্রজাতন্ত্র দিবসে বাতিল বরিস জনসনের ভারত সফর
৮ ফেব্রুয়ারির মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য পাঞ্জাব সরকার ও কেন্দ্রকে নোটিস দিয়েছেন বিচারপতি সুধীর মিত্তল। এই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব, পাঞ্জাবের মুখ্যসচিব, টেলিকম মন্ত্রক এবং পাঞ্জাবের ডিজিপিকে নোটিস দেওয়া হয়েছে।
রিলায়েন্সের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে যে, দুই রাজ্যে হিংসাত্মক ঘটনা ঘটেছে। পরিকাঠামোর ক্ষতি করা হয়েছে। সংস্থার কর্মীদের অবস্থা বিপন্ন। কৃষক আন্দোলনের সুযোগ নিয়ে স্বার্থান্বেষী কিছু গোষ্ঠী সক্রিয় হয়ে উঠছে। অপপ্রচার চলছে। নয়া কৃষি আইনের সঙ্গে রিলায়েন্সের কোনও সম্পর্ক নেই। অতীতে রিলায়েন্স গোষ্ঠীর কোনও সংস্থা চুক্তি চাষ করেনি। ভবিষ্যতেও এই ধরণের চাষের কোনও পরিকল্পনা নেই তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584