ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
করোনা আবহে অনলাইন পড়াশোনার জন্য এবার ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে স্মার্টফোন। এমনই সিদ্ধান্ত নেওয়া হল পাঞ্জাব মন্ত্রিসভায়। এ বছর যারা পাঞ্জাব বোর্ড পরীক্ষায় দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের হাতেই প্রথম তুলে দেয়া হবে এই স্মার্টফোনগুলো। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নভেম্বরের মধ্যেই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে ১.৭৩ লক্ষ স্মার্টফোন।
তার মধ্যে প্রথম পর্যায়ে ৫০ হাজার স্মার্টফোন ইতিমধ্যেই সরকারের হাতে চলে এসেছে এবং সেগুলো শীঘ্রই বিতরণ করা হবে।
Punjab Cabinet paves the way for distribution of 1.78 lakh smartphones to Class 12 students of state government schools by November. Distribution of the first batch of 50,000 phones will begin shortly, says official.
— Press Trust of India (@PTI_News) August 5, 2020
জানা গেছে ফোনগুলোতে টাচ স্ক্রিন সুবিধাসহ ক্যামেরা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর অনলাইন পড়াশোনার জন্য প্রয়োজনীয় স্টাডি ম্যাটেরিয়াল সমন্বিত সরকারি ‘ই-সেবা অ্যাপ’ প্রমূখ সুবিধা আগে থেকেই ইন্সটল করা থাকবে।
আরও পড়ুন:রাজভবনে ভূমিপুজো উদযাপন, রাজ্যের সাংবিধানিক প্রধানের ভূমিকা ঘিরে উঠছে প্রশ্ন
মন্ত্রিসভায় বিতরণের সিদ্ধান্ত পাস হওয়ার পরেই এক সরকারি মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান যে বিতরনের সমগ্র প্রক্রিয়াটি নভেম্বরের মধ্যে শেষ করা হবে। তিনি জানান করোনা অতিমারির মাঝে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় যেন কোনো ক্ষতি না হয় তার জন্যই এই সিদ্ধান্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584