অনলাইন পড়াশোনার জন্য দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের স্মার্ট ফোন দিচ্ছে পাঞ্জাব সরকার

0
124

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

করোনা আবহে অনলাইন পড়াশোনার জন্য এবার ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে স্মার্টফোন। এমনই সিদ্ধান্ত নেওয়া হল পাঞ্জাব মন্ত্রিসভায়। এ বছর যারা পাঞ্জাব বোর্ড পরীক্ষায় দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের হাতেই প্রথম তুলে দেয়া হবে এই স্মার্টফোনগুলো। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নভেম্বরের মধ্যেই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে ১.৭৩ লক্ষ স্মার্টফোন।

তার মধ্যে প্রথম পর্যায়ে ৫০ হাজার স্মার্টফোন ইতিমধ্যেই সরকারের হাতে চলে এসেছে এবং সেগুলো শীঘ্রই বিতরণ করা হবে।

 

জানা গেছে ফোনগুলোতে টাচ স্ক্রিন সুবিধাসহ ক্যামেরা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর অনলাইন পড়াশোনার জন্য প্রয়োজনীয় স্টাডি ম্যাটেরিয়াল সমন্বিত সরকারি ‘ই-সেবা অ্যাপ’ প্রমূখ সুবিধা আগে থেকেই ইন্সটল করা থাকবে।

আরও পড়ুন:রাজভবনে ভূমিপুজো উদযাপন, রাজ্যের সাংবিধানিক প্রধানের ভূমিকা ঘিরে উঠছে প্রশ্ন

মন্ত্রিসভায় বিতরণের সিদ্ধান্ত পাস হওয়ার পরেই এক সরকারি মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান যে বিতরনের সমগ্র প্রক্রিয়াটি নভেম্বরের মধ্যে শেষ করা হবে। তিনি জানান করোনা অতিমারির মাঝে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় যেন কোনো ক্ষতি না হয় তার জন্যই এই সিদ্ধান্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here