নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলনের সুর ক্রমশ চড়ছে। দিল্লি লাগোয়া সিংঘু সীমানায় আত্মহত্যার চেষ্টা করলেন পাঞ্জাবের এক কৃষক। জানা গিয়েছে, তাঁকে প্রথমে সোনিপতের সিভিল হাসপাতালে ভর্তি করা হয় ও পরে রোহতকের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে স্থানান্তরিত করা হয়েছে। কৃষকদের বিক্ষোভের সমর্থনে একটি নোটও লিখেছেন ওই কৃষক।
আরও পড়ুনঃ জাঁকিয়ে শীতের ইনিংস শুরু কলকাতায়
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কৃষকের চিকিৎসা চলছে। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
কেন্দ্রের নিষ্ঠুরতার প্রতিবাদে কৃষকদের পাশে দাঁড়িয়ে গুলি করে আত্মঘাতী হন বাবা রাম সিং নামে এক শিখ ধর্মগুরু। যে ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। এই আন্দোলনে এখনও পর্যন্ত ৪১ জন কৃষকের মৃত্যু হয়েছে। তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এখনও অনড় কৃষকরা। কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বনধ পালন করেন কৃষকরা। তারপরে ৩২টি কৃষক ইউনিয়নের প্রধানরা অনশন শুরু করেন। একাধিকবার কেন্দ্র -কৃষক আলোচনাতেও জট কাটেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584