নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ফিরোজপুর যাওয়ার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় আটকে যাওয়ার ঘটনার তদন্ত রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা দিল পাঞ্জাব সরকার। রিপোর্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর যাত্রা পথে হওয়া বিক্ষোভ ‘হঠাৎ এবং স্বতঃস্ফূর্ত’ যার আগাম খবর রাজ্য সরকারের কাছে ছিল না। এর জেরেই ফ্লাইওভারে আটকে যায় প্রধানমন্ত্রীর কনভয়।
শুক্রবার সকালবেলা স্বরাষ্ট্র মন্ত্রকের একটি দল পাঞ্জাবে পৌঁছয়। প্রধানমন্ত্রীর যাত্রাপথের ভিডিয়োগ্রাফি করা ছারাও স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে কথা বলতেও দেখা যায়। সূত্রের খবর, পাঞ্জাব পুলিশের বেশ কিছু উচ্চ স্তরের আধিকারিক, রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবের সাথেও কথা বলতে পারেন তাঁরা। প্রধানমন্ত্রীর কনভয় ইস্যুতে ইতিমধ্যেই এক উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে পাঞ্জাব সরকার। তিন দিনের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মেহতাব সিংহ গিল, রাজ্য স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব এবং বিচারপতি অনুরাগ বর্মা।
আরও পড়ুনঃ পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রীকে ‘মোদি জিন্দাবাদ’ বলতে বাধ্য করলো বিজেপি কর্মীরা, ভাইরাল ভিডিও
পাঞ্জাবের মুখ্যসচিব অনিরুদ্ধ তিওয়ারি গত বুধবার প্রধানমন্ত্রীর নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়ে একটি রিপোর্ট জমা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্যের শীর্ষ পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। পূর্ব নির্ধারিত না হওয়ায় এই বিক্ষোভ এড়ানো সম্ভব হয়নি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনঃ শর্তসাপেক্ষে গঙ্গা সাগর মেলায় অনুমতি কলকাতা হাইকোর্টের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584