আগামীকাল থেকে চালু হচ্ছে পুরী-আনন্দবিহার ভায়া আদ্রা স্পেশাল ট্রেন

0
79

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

চালু হচ্ছে পুরী-আনন্দবিহার ভায়া আদ্রা স্পেশাল ট্রেন পরিষেবা। আগামী ৭ অক্টোবর, বুধবার থেকে চালু হচ্ছে এই স্পেশাল ট্রেন। সোমবার দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের তরফ থেকে এই ট্রেন চালুর বিষয়ে জনসাধারণের সুবিধার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

train | newsfront.co
প্রতীকী চিত্র

এই স্পেশাল ট্রেন চালু হলে পুরুলিয়া-বাঁকুড়া দুই জেলার প্রচুর মানুষ উপকৃত হবেন। করোনা পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। তাই সাধারণ মানুষের সুবিধার্থে রেল মন্ত্রক বর্তমানে কিছু স্পেশাল ট্রেন চালু করতে উদ্যোগী হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে রেল জানিয়েছে, ০২৮১৫ (পুরী-আনন্দবিহার ভায়া আদ্রা) ও ০২৮১৬ (আনন্দবিহার-পুরী ভায়া আদ্রা) ট্রেন দু’টি চালানো হবে।

আরও পড়ুনঃ বিহারে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে রূপান্তরকামী মহিলা মণিকা

ট্রেন দু’টি সপ্তাহে চারদিন সোম, বুধ, শুক্র ও শনিবার চলবে। ৭ অক্টোবর ০২৮১৫ ট্রেনটি সোম, বুধ, শুক্র ও শনিবার সকাল ১০ টা ৫৫ মিনিটে ছাড়বে। সন্ধ্যে ৭ টা ১৫ মিনিটে বিষ্ণুপুর, ৭ টা ৪৫ মিনিটে বাঁকুড়া এবং রাত ৮ টা ৪০ মিনিটে ট্রেনটি আদ্রা ঢুকবে। অন্যদিকে, ১০ অক্টোবর ০২৮১৬ ট্রেনটি সোম, বুধ, শুক্র ও শনিবার সকাল সাড়ে ছ’টায় আনন্দবিহার থেকে ছাড়বে।

আরও পড়ুনঃ হাথরাস কাণ্ড নিয়ে এবার সরব রাষ্ট্রসংঘ, পাল্টা প্রতিক্রিয়া ভারতেরও

পরের দিন ১টা ১৫ মিনিটে ভাগা, ২ টো ২০ মিনিটে আদ্রা, ৩টে ৮ মিনিটে বাঁকুড়া এবং ৩ টে ৩৩ মিনিটে বিষ্ণুপুর ঢুকবে। এতদিন দিল্লি যেতে হলে জেলার মানুষকে টাটা, আসানসোল রুটের উপর ভরসা করতে হত। এই দুটি ট্রেন চালু হওয়ায় মানুষকে আর সেই দুর্ভোগ পোহাতে হবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here