মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল গোটা দেশে। যার কারণে ফের বন্ধ হয়ে গিয়েছিল মন্দির, স্থাপত্যের দরজা। একই কারণে দীর্ঘদিন বন্ধ ছিল পুরীর জগন্নাথ মন্দির। চার মাস বন্ধ থাকার পর অবশেষে সোমবার থেকে সাধারণ ভক্তদের জন্য খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। এবার থেকে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন সাধারণরাও। পুজোও দিতে পারবেন। তবে, অবশ্যই মানতে হবে কোভিড সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ।
মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, করোনা বিধিনিষেধ মেনেই জগন্নাথদেবকে দর্শন করতে হবে ভক্তদের। মন্দিরে প্রবেশের ক্ষেত্রে লাগবে টিকাকরণ সার্টিফিকেট বা আরটিপিসিআর টেস্টের রিপোর্ট। মন্দিরে প্রবেশ করতে হলে নিয়ে যেতে হবে আধারকার্ডও। সপ্তাহে ৫ দিন অর্থাৎ সোম থেকে শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মন্দিরের দরজা ভক্তদের জন্য খোলা থাকবে। তবে প্রতি শনি ও রবিবার বন্ধ থাকবে মন্দির।
আরও পড়ুনঃ মাঝসমুদ্রে গোলাপি ডলফিন! নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও
সারা দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই প্রায় তিন মাস পর ১২ অগাস্ট প্রথম খুলে দেওয়া হয় মন্দিরের প্রবেশদ্বার। তবে ১২ থেকে ১৬ অগাস্ট পর্যন্ত শুধুমাত্র সেবক ও তাদের পরিবারের মন্দিরে প্রবেশ করার অধিকার ছিল।
আরও পড়ুনঃ প্রশাসনিক কাজে ইংরাজি ভাষা ব্যবহার করতেই হবে, কেন্দ্রকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের
এরপর ১৬ থেকে ২০ অগাস্ট পর্যন্ত শুধুমাত্র পুরীর বাসিন্দাদেরই মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হয়। ২১ ও ২২ অগাস্ট অর্থাৎ শনি ও রবিবার মন্দির বন্ধ থাকার পর ২৩ অগাস্ট থেকে ফের সকল সাধারণ ভক্তদের জন্য জগন্নাথ মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। কোভিড বিধিনিষেধ মেনে সব দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584