রাজনৈতিক বন্দীর তালিকা করা ছিল উদ্দেশ্য,মাওবাদী সন্দেহে ধৃতদের অভিমত

0
136

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

শান্ত জঙ্গলমহলে ফের মাওবাদীদের উস্কানি। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে পুলিশ পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার একটি স্থান থেকে চারজনকে গ্রেফতার করল।ধৃতেরা সকলেই উত্তর ২৪ পরগনা ও কলকাতা,বীরভুমের বাসিন্দা।ধৃতদের কাছ থেকে মাওবাদী পুস্তিকা উদ্ধার করেছে বলে পুলিশ জানায়।সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কার্যকলাপের অভিযোগে তাদের গড়বেতা আদালতে তোলা হলে বিচারক নয় দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

লালগড় আন্দোলনের পর মাওবাদী নাশকতা, এরপর পুলিশি অভিযান,সবটাই হয়েছে।প্রায় শান্ত জঙ্গলমহল।এর মাঝেই ফের নতুন করে মাওবাদী কার্যকলাপের উস্কানির গন্ধ পেয়েছিল পুলিশ।ভিন রাজ্য থেকে সীমানা হয়ে মাঝে মধ্যেই জঙ্গলমহলে মাওবাদীরা প্রবেশের চেষ্টা করেছে এরাজ্যে।অনেকেই মাওবাদী কার্যকলাপে উস্কানি দিতে বিভিন্ন শহর থেকেও ইন্ধন যোগানোর চেষ্টা করেছে বলে পুলিশ জানতে পেরেছিল।সেই অভিযানেই মঙ্গলবার রাতে সন্দেহজনক চারজনকে গ্রেপ্তার করেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার পুলিশ।গোয়ালতোড় থানা এলাকার মাকলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, কাঞ্জিমাকালী ফুটবল গ্রাউন্ডের পাশে একটি স্থানে বহিরাগতদের একটি বৈঠক রয়েছে বলে পুলিশ জানতে পেরেছিল।পুলিশ সেই মত ওত পেতে অপেক্ষা করছিল।এরপর বহিরাগতরা প্রবেশ করতেই পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।ধৃতদের কাছ থেকে মাওবাদী পুস্তিকা সহ বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন ধৃতেরা হলেন উত্তর ২৪ পরগনার সোয়দপুর এলাকার বাসিন্দা সব্যসাচী গোস্বামী (৫০),ওই জেলার আগরপাড়ার বাসিন্দা সঞ্জীব মজুমদার (৩০), কলকাতার পারুইকাচা রোড এলাকার বাসিন্দা অর্কদীপ গোস্বামী (২৩), বীরভূমের পশ্চিম গুরুপল্লী এলাকার বাসিন্দা টিপু সুলতান (২৩)।

মাওবাদী সন্দেহে ধৃতরা।নিজস্ব চিত্র

ধৃতরা মাওবাদী কার্যকলাপে জড়িত বলে মনে করছে পুলিশ।তাঁদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক কার্যকলাপের অভিযোগ দিয়ে বুধবার গড়বেতা আদালতে তোলা হয়।সেখানে ওই অভিযুক্তরা ইনক্লাব জিন্দাবাদ স্লোগান দিতে থাকে।স্লোগানে তাঁরা গরীব চাষীদের জমি নেওয়া চলবেনা,সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি চাই,রাজ্য জুড়ে সমস্ত বন্ধ কারখানা খুলতে হবে,অবিলম্বে কৃষকদের সমস্ত রকমের উচ্ছেদ বন্ধ করতে হবে এই সব স্লোগান দিতে থাকেন ৷ এদিন সংবাদ মাধ্যমের সামনে তারা বলেন “ আমরা এই এলাকায় রাজনৈতিক বন্দীর তালিকা তৈরী করতে এসেছিলাম।তাদের অধিকারের জন্য এসেছিলাম৷আমরা ইউএসডিএফ সংগঠনের সদস্য,ছাত্রসংগঠন গনতান্ত্রিক আন্দোলন করি।আমাদের দুদিন আগে গ্রেফতার করে আজ আদালতে তুলছে।প্রচন্ড মারধোর করা হয়েছে আমাদের।” এদিন ধৃতদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ দিয়ে গড়বেতা আদালতে তোলা হয়।

আরও পড়ুনঃ সন্দেহভাজন চার মাওবাদী গ্রেফতার

পুলিশ তাঁদের নিজের হেফাজতে নেওয়ার আবেদন জানালে বিচারক নয় দিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here