উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন পুষ্কর সিং ধামি, ৪ মাসে তৃতীয় মুখ্যমন্ত্রী হবেন তিনি

0
87

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে মাত্র চার মাস কাটানোর সুযোগ পেলেন তিরথ সিং রাওয়াত। শুক্রবার পদত্যাগ করেন তিনি। এবার মুখ্যমন্ত্রী হচ্ছেন খতিমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুষ্কর সিং ধামি।

Puskar Singh Dhami | newsfront.co
ছবি: ফেসবুক

মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে সৎপাল মহারাজ, ধনসিং রাওয়াতকে পিছনে ফেলে কুর্সি জিতলেন পুষ্কর সিং ধামি। ৪৫ বছর বয়সী পুষ্কর পেশায় একজন আইনজীবী। জানা গিয়েছে আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

তিরথ সিং রাওয়াত উত্তরাখণ্ডের আইনসভার সদস্য না হওয়ায়, মুখ্যমন্ত্রী পদে থাকতে হলে ১০ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে বিধায়ক হিসেবে উপ-নির্বাচনে জিতে আসতে হতো। করোনা পরিস্থিতিতে নির্বাচন কমিশন সে অনুমতি দেবে কিনা তাও ছিল একটি বড় প্রশ্ন। সব দিক বিবেচনা করেই তাঁর পদত্যাগ। এরপর আজ ৫৭ জন বিধায়ক সম্মিলিত ভাবে পুষ্কর সিং ধামি কে মুখ্যমন্ত্রী পদে বেছে নেন।

আরও পড়ুনঃ সুদীপ্ত সেনের চিঠি টুইট করে শুভেন্দুর গ্রেফতারি চায় কুণাল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here