নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
অলিম্পিকে পি ভি সিন্ধুর থেকে সোনা পাওয়ার স্বপ্নটা হয়তো সফল হবে না! অবসর নিয়ে নেবেন তিনি। এমন খবরে শঙ্কিত ক্রীড়া বিশ্ব। ফ্যানেদের হার্ট অ্যাটাক দিয়ে ‘অবসর’ সিদ্ধান্ত ঘোষণা করলেন সিন্ধু। এদিন দুপুরে সোশ্যাল মিডিয়ায় ‘আই রিয়াটার’ লিখে লম্বা একটি পোস্ট করেছেন পি ভি।
ডেনমার্ক ওপেনে তাঁর কেরিয়ারে শেষ প্রতিযোগিতামূলক লড়াই ছিল বলে নিজের ‘অবসর’ পোস্টে জানিয়েছেন সিন্ধু। যেখানে প্রথম সিন্ধু লেখেন ‘অবসর নিচ্ছি’। সঙ্গে উপরে লেখা, ডেনমার্ক ওপেনই আমার শেষ টুর্নামেন্ট ছিল।’
কেন অবসর কারণ জানিয়ে সিন্ধু লেখেন, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর খবরে মন ভালো নেই। নিজেকে শেষ কয়েকদিন অনেক প্রশ্ন করেছি, শেষমেষ অবসর নিলাম।’
আরও পড়ুনঃ চেন্নাই দলে আগামী মরসুমে হবে বেশ কিছু বদল
এরপর তিনি লেখেন, ‘আসলে ভাইরাস সংক্রমিত দুনিয়ার বর্তমান উদ্বেগজনক পরিস্থিতি, ভয়ের পরিবেশ, নেগেটিভিটি থেকে অবসর নিলাম। সর্বপরি ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে উদাসীন মানসিকতাকে অবসরে পাঠালাম। আর ভয় পাবো না। পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী তৈরী করতে আমাদের সবাইকে এই লড়াইয়ে জিততে হবে। এই পোস্টে বহু ফ্যানকে আমি হয়ত মিনি হার্ট অ্যাটাক দিয়ে বসলাম, তার জন্য দুঃখিত আমি বার্তা দিচ্ছি অন্ধকারের পরেই আলো জ্বলবে। আশা করা কখনও বন্ধ করা উচিত নয় ডেনমার্ক ওপেন হয়নি তাও আমি ট্রেনিং করি। ভয়কে যদি জয় করতে পারি একদিন সবাই জিতব, এই ভাইরাসকে হারাবো।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584