নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার চৈতন্যপুর এলাকা থেকে একটি বিশাল আকারের অজগর সাপ উদ্ধার করে এলাকার বাসিন্দারা । যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । প্রায় দশ ফুটের বেশি লম্বা অজগর সাপটি কোথা থেকে ওই গ্রামে এলো তা নিয়ে চিন্তায় পড়েছেন গ্রামবাসীরা।
শনিবার সকালে আচমকা গ্রামবাসীরা বিশাল আকারের অজগর সাপটিকে দেখতে পায়। এরপর গ্রামের যুবকেরা অজগর সাপটিকে ধরে ফেলে । সেই সঙ্গে অজগর সাপটিকে দেখতে গ্রামবাসীরা ভিড় জমায়। স্থানীয় বাসিন্দারা বন দফতরে খবর দেয়। খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে অজগর সাপটিকে ওই গ্রাম থেকে উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুনঃ পটাশপুরে মাছ ধরার জালে গোসাপ
স্বাস্থ্য পরীক্ষা করে বন দফতরের পক্ষ থেকে অজগর সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। সম্ভবত স্থানীয় জঙ্গল থেকে যেকোনো কারণে ওইঅজগর সাপটি বেরিয়ে লোকালয়ে চলে এসেছিল। তবে গ্রামে অজগর সাপ চলে আসায় চৈতন্যপুর গ্রাম জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584