নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
বন্যপ্রাণ রক্ষায় ও পরিবেশের ভারসাম্য রক্ষার সচেতনতার পরিচয় দিলেন বাকড়া গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ নং ব্লকের বাকড়া গ্রামের সিঙ্গারী খাল পাড়ে আজ দুপুরে উদ্ধার হল প্রায় দশফুট লম্বা একটি বিশালাকার পাইথন সাপ। গ্রামের সাহসী ব্যক্তি গালু পাত্রের নেতৃত্বে অন্যান্য গ্রামবাসীদের চেষ্টায় সাপটি উদ্ধার হয়।
গ্রামের এক যুবক বিশ্বজিৎ মহাপাত্র জানান, “এদিন সকালে গরু চরাতে গিয়ে গ্রামের দুই মহিলা লক্ষ্য করেন খাল পাড়ের খেজুর গাছে জড়িয়ে রয়েছে একটি বিশালকার সাপ। তাঁরা গ্রামবাসীদের খবর দেন। গ্রামবাসীরা গিয়ে পরিবেশ ও বনপ্রাণ সচেতনতার পরিচয় দিয়ে সাপটিকে উদ্ধার করেন।”
আরও পড়ুনঃ কান্দিতে রাস্তা সংস্কারের দাবিতে বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি
ইতিমধ্যে সিভিক ভলেন্টিয়ার ও গ্রামবাসীদের সূত্রে প্রশাসন ও বনদ্প্তরের কাছে খবর যায়। দুপুর দুটো নাগাদ বনদপ্তরের কর্মীরা গ্রামে এসে সাপটিকে নিজেদের হেফাজতে নেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584