নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
করোনা আবহর মধ্যেই ঢাকে কাঠি পরে গেল ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের। আপাতত চারটে সময় সীমা করা হয়েছে যাতে ভারতীয় সময়সূচি অনুয়ায়ী ম্যাচ গুলো হল দুপুর ৩টা ৩০ মিনিট, সন্ধ্যা ৬টা৩০মিনিট রাত ৮টা ৩০ মিনিট ও রাত ১২ টা ৩০ মিনিট। অর্থাৎ রাত জেগে ফুটবল বিশ্বকাপ দেখতে হবে শুধু ১২টা ৩০ মিনিট ম্যাচ, তাও সব ম্যাচ নয়।
সেখানে ফুটবল প্রিয় বাঙালি বেশ খুশি। সূচি তৈরী হয়নি। যেহেতু যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ এখনও শেষ হয় নি। তবে খুশির খবর বিশ্বকাপ ফাইনাল পড়েছে ভারতীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে। ফিফা যে সময় সূচি দিয়েছে তাতে ২১ নভেম্বর আল বিট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ শুরু দুপুর ৩টা ৩০ মিনিটে। আর ১৮ ডিসেম্বর ফাইনাল লুসা ইল স্টেডিয়ামে। গ্রুপ লীগের শেষ আর নক আউট পর্বর শুরুর ম্যাচ রাত ৮টা ৩০ মিনিট আর রাত ১২টা ৩০ মিনিট।১৭ ডিসেম্বর তৃতীয় স্থানের ম্যাচ ৮টা ৩০ মিনটে খলিফা স্টেডিয়ামে হবে।
আরও পড়ুনঃ ১৯১১ সালের ঐতিহাসিক জার্সি পরে খেলতে পারে হাবাস ব্রিগেড
ভারতের পক্ষে ভালো খবর কাতার সহ যে বিশ্বের ১৩টি শহরে বিশ্বকাপের লোগো উন্মোচন হবে তার মধ্যে থাকছে ভারতের মুম্বাই।
এই বছরের শেষে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। ফিফা জানায়, যেহেতু গ্রুপ পর্বের ম্যাচ কার সাথে কে খেলবে জানা থাকবে না তাই টিকিটের দামও কম থাকবে। যোগ্যতা পর্বের ম্যাচ শেষ ২০২২ সালের মার্চ মাসে। এক মাসের কম সময় বিশ্বকাপ হওয়াতে রোজ চারটি করে ম্যাচ লিগের খেলা চলবে বারো দিন ধরে।
আরও পড়ুনঃ ধোনি আমার পছন্দের ব্যাটিং পার্টনারঃ পান্থ
কাতারে প্রায় ২৫ শতাংশ মানুষ ভারতীয় সেই কারণে এবার ভারত থেকে কাতারে কাতারে মানুষ কাতার যাবে আশা করা হচ্ছে। আর কাতারে ২০১৭ থেকে অন অর্র্যাভিল ভিসা পাওয়া যাচ্ছে। অর্থাৎ ভারত থেকে ভিসা করিয়ে নিয়ে যেতে হবে এমন কথা নেই, কাতারে গিয়েও করানো যেতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584