প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
সরকারিভাবে কোয়ারেন্টাইনে থেকেও কোন খাবার এমনকি কোন পরিষেবা না পেয়ে চরম সমস্যার মুখে গোয়ালপোখর ১ নং ব্লকের লোধন হাইস্কুলের কোয়ারেন্টাইনে থাকা একাধিক শ্রমিক।
অভিযোগ, তিনদিন ধরে এখানে থেকেও তেমনভাবে প্রয়োজন অনুযায়ী খাবার তাদের জন্য সরবরাহ করা হয়নি। ফলে প্রয়োজনীয় খাবার এবং পানিয় জলের অভাবে শারীরিকভাবে অনেকেই অসুস্থ বোধ করছেন। এমনকি শৌচাগারের ব্যবস্থাও ভালো নয়। নোংরা আবর্জনায় ভর্তি।
আরও পড়ুনঃ কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে চালু ওষুধের হোম ডেলিভারি
তাদের জন্য স্বাস্থ্যসম্মত কোন শৌচাগার না থাকায় ক্ষোভে ফেটে পড়ছেন বেশিরভাগ শ্রমিক। এলাকার বিধায়ক তথা রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী জানান, খবর শুনে তিনি থানার বড়বাবুকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে পাঠিয়েছেন।
পঞ্চায়েত সমিতির এক আধিকারিক জানান, তিনি এমন অভিযোগ শুনেছেন। তাদের জন্য হাসপাতালে খাবার সরবরাহ করা হচ্ছিল। তাতে যদি ঘাটতি পড়ে যায় তবে এখন থেকে পৃথক ভাবে তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584