কোয়ারান্টাইনের পোষ্টার ছিঁড়ে এলাকায় অবাধ ঘোরাফেরা অভিযোগ রায়গঞ্জের এক পরিবারের

0
29

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

স্বাস্থ্য দফতরের হোম কোয়ারান্টাইনের নোটিশ ছিঁড়ে অবাধে ঘুরে বেড়ানোর অভিযোগ উঠল রায়গঞ্জ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের এক পরিবারের বিরুদ্ধে। শুধু নোটিশ ছিঁড়ে দেওয়াই নয়, স্বাস্থ্য কর্মীরা ওই বাড়িতে ফের নোটিশ সাঁটাতে গেলে তাঁদের উপর চড়াও হওয়ার অভিযোগও উঠেছে।

health centre | newsfront.co
নিজস্ব চিত্র

ঘটনার পর এলাকার পুর কাউন্সিলার সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখতে আসেন। রায়গঞ্জ থানার পুলিশের সাহায্য চাওয়া হয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলার।জানা গিয়েছে, কয়েকদিন আগে ১১ নম্বর ওয়ার্ডের পূর্ব নেতাজীপল্লীর ওই পরিবারের এক সদস্যা ব্যাঙ্গালোর থেকে ফিরেছেন৷ এই খবর পাওয়ার পরেই রায়গঞ্জ পুরসভার স্বাস্থ্য কর্মীরা নিয়মমাফিক ওই পরিবারকে হোম কোয়ারান্টাইনে থাকার জন্য বাড়ির সদরে সরকারি নোটিশ সেঁটে দেন।

অভিযোগ ওঠে সেই নোটিশ ওই পরিবারের নজরে আসতেই তা ছিঁড়ে ফেলা হয়। এরপর বৃহস্পতিবার ফের স্বাস্থ্য কর্মীরা নোটিশ সাঁটাতে গেলে পরিবারের লোকেরা তাঁদের উপর চড়াও হয়ে নোটিশ লাগাতে বাধা দেন বলে অভিযোগ।

health centre |newsfront.co
নিজস্ব চিত্র

পুরস্বাস্থ্য কর্মী শীলা অধিকারী বলেন, আমরা খবর পাই ওই পরিবারের এক সদস্যা ব্যাঙ্গালোর থেকে এসেছেন। এরপর সরকারি নির্দেশ মতন ওই বাড়িতে গিয়ে লিফলেট দিয়ে আসি। সিএমওএইচ দফতর থেকে দেওয়া হোম কোয়ারান্টাইন নোটিশ লাগিয়ে দিই। এরপর রাতে খবর পাই ওই পরিবারের সদস্যরা নোটিশ ছিঁড়ে ফেলেছেন। এদিন এলাকার কাউন্সিলরের সাথে কথা বলে ফের নোটিশ লাগাতে গেলে আমাদের উপর চড়াও হয় সদস্যরা।

আরও পড়ুনঃনমুনা দ্রুত পরীক্ষা করতে কলকাতাতেই ‘করোনা কিট’ তৈরির সিদ্ধান্ত স্বাস্থ্যভবনের

এলাকার পুর কাউন্সিলর রতন মজুমদার বলেন, গতকাল পোস্টার লাগানো হয়েছিল, ছিঁড়ে ফেলেছেন। আজ আবার স্বাস্থ্য কর্মীরা গেলে অকথ্য ভাষা ব্যবহার করে ফের পোস্টার ছিঁড়ে দেন৷ সরকারি নিয়ম মেনে বলা হয়েছে, বাইরে থেকে এলে ১৪ দিন বাড়ির বাইরে না বেরোতে৷ কিন্তু নিয়মের তোয়াক্কা না করে রোজ বিকেলেই বাইরে বেরোচ্ছেন পরিবারের সদস্যরা। আমরা রায়গঞ্জ থানার পুলিশকে জানিয়েছি বিষয়টি। এই বিষয়ে ওই পরিবারের সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করা হলে তাঁরা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here