সুদীপ পাল,বর্ধমানঃ
২০১১ সালের পর থেকে পশ্চিম বর্ধমান জেলায় আঞ্চলিক অথবা সেক্টর বা গ্রামীণ কার্যালয় মিলিয়ে মোট ৩২টি কার্যালয় বন্ধ হয়ে যায় বামেদের। কিন্তু ২৩ মে’র পর এই জেলায় বামেদের ৩টি দলীয় কার্যালয়ের বন্ধ দরজা খুলেছে অবশেষে।
দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা ও কালীগঞ্জে দলীয় কার্যালয় ‘পুর্নদখল’ করেছে সিপিএম। যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে।
বলা হচ্ছে,যে পার্টি অফিসগুলি এখনও পর্যন্ত খোলা হয়েছে,সেই তিনটি কার্যালয়ই আসানসোল লোকসভার অন্তর্গত।অর্থাৎ,কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এখানে ভোটে জয়লাভ করেছে।
তবে কি ভোটে জেতানোর ফলেই বামেদের পার্টি অফিস ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা?
সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলছেন, বর্তমানে মানুষ তৃনমূল সরকারকে আর গ্রহণ করছে না। তাই বিনা বাধায় স্বতঃস্ফূর্তভাবে দলীয় কার্যালয় খুলে মানুষ বামপন্থীদের উপর আস্থা রাখছেন আবার।
বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুই সিপিএমকে সাহায্যের কথা অস্বীকার করেছেন।তিনি বলেন, সিপিএম তাদের রাজনৈতিক প্রতিপক্ষ সুতরাং তাদের সাহায্য করার কোন প্রশ্নই নেই।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে বিজেপি থেকে তৃণমূলে যোগ
যদিও অনেকেই বলছেন, সিপিএমের পার্টি অফিস স্বতঃস্ফূর্তভাবে খুলছে।তাতে করে এইটুকু বোঝাই যাচ্ছে বিজেপির মদত রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584