রাজ্যপালের জেলা ভিত্তিক ধর্ষণ পরিসংখ্যানের টুইট ঘিরে উঠছে প্রশ্ন

0
85

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

একদিকে উত্তরপ্রদেশের হাথরাসে নারকীয় ধর্ষণকাণ্ডের প্রতিবাদে কেন্দ্র সরকার বিজেপির বিরুদ্ধে পদযাত্রা থেকে টুইট করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Jagdeep Dhankhar | newsfront.co
জগদীপ ধনকড়

আবার অন্যদিকে তার নিজের রাজ্যেই প্রত্যেক জেলায় ধর্ষণ থেকে অপহরণের ভুরি ভুরি ঘটনা ঘটলেও সেদিকে কোনও নজরই নেই রাজ্য প্রশাসনের। এমনই অভিযোগ তুলে রাজ্যের কোন জেলায় কতগুলি ধর্ষণ এবং কতগুলি অপহরণের ঘটনা ঘটেছে, তার তালিকা দিয়ে রাজ্যপাল এবার আক্রমণ করলেন রাজ্য প্রশাসনকে।

প্রসঙ্গত, বিভিন্ন ক্ষেত্রে রাজ্য প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে একের পর এক টুইট বরাবরই করেন রাজ্যপাল। সাম্প্রতিক সময়ে জঙ্গি সন্দেহে পশ্চিমবঙ্গ থেকে একাধিক গ্রেফতার হওয়া, রাজনৈতিক খুন — সব নিয়েই নবান্নের বিরুদ্ধে তীব্র সমালোচনা শানিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

গতকালই ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন তিনি। আর এবার রাজ্যের নারী নিরাপত্তা যে কতটা ঠুনকো, তা তথ্য দিয়ে প্রমাণ করে দিলেন তিনি।

আরও পড়ুনঃ কোভিড পরবর্তী দ্বিতীয় প্রশাসনিক বৈঠকেও দরাজ মুখ্যমন্ত্রী

এদিন দুপুরে, অগস্ট মাস জুড়ে এ রাজ্যের কোন জেলায় কত মহিলা অপহৃত ও কত মহিলা ধর্ষিত, তার রীতিমতো একটি পরিসংখ্যান প্রকাশ করেন রাজ্যপাল। সেই তালিকা টুইট করে এদিন তিনি লেখেন, “সরকারি রিপোর্ট অনুযায়ী ২২৩টি ধর্ষণ এবং ৬৩৯টি অপহরণ হয়েছে অগস্ট মাসে। এটাই রাজ্যে নারীহিংসার ছবি। শৃঙ্খলা ফেরানোর সময় হয়েছে এবার।”

আরও পড়ুনঃ ফেসবুক কম করে জেলাশাসককে এলাকায় ঘোরার পরামর্শ মুখ্যমন্ত্রীর

এমনিতেই এ রাজ্যের শাসকদলের দাবি, রাজ্যপাল বিজেপির মুখপাত্রের মতো আচরণ করেন। মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের হাথরাস কাণ্ড নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন। তাই রাজ্যপালের এই টুইট বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

পাশাপাশি একই সাথে হাথরাস কাণ্ডের প্রতিবাদে সারা দেশের পাশাপাশি এই রাজ্যে যে আন্দোলন গড়ে উঠেছে তা থেকে দৃষ্টি ঘোরাতেই কী রাজ্যপালের এই টুইট উঠছে সে প্রশ্নও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here