বাংলার ভোটে অন্য দলের নাম প্রতীকে লড়ছে আইএসএফ, উঠছে প্রশ্ন

0
263

শুভশ্রী মৈত্র, কলকাতাঃ

২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে লড়াই মূলত ত্রিমুখী। শাসকদল তৃণমূল কংগ্রেস, বাম-কংগ্রেস- ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জোট সংযুক্ত মোর্চা এবং বিজেপি। এখন প্রশ্ন উঠছে সংযুক্ত মোর্চার জোটসঙ্গী আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে।

Abbas Siddiqui | newsfront.co
আব্বাস সিদ্দিকী

জোটের বোঝাপড়া অনুযায়ী কম বেশি ৩০ টি আসনে প্রার্থী দেবে তারা। কিন্তু এরই মাঝে নির্বাচন কমিশন সূত্রে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে কোন দল ভোটে লড়াই করছে না। নতুন দল হওয়ার কারণে তারা নিজেদের প্রতীক চিহ্ন পায়নি এখনও।

Election Commission India | newsfront.co
নির্বাচন কমিশনের তালিকায় প্রতীক দলের নাম

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বদলে নির্বাচনে লড়ছে রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি নামে বিহার ভিত্তিক একটি স্বল্প পরিচিত দল। আইএসএফ যে প্রতীক ব্যবহার করছে সেই খাম চিহ্ন ও রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির নামে কমিশনে রেজিস্টার্ড। এমনকি প্রার্থীদের মনোনয়নে দেখা যাচ্ছে তাঁরা রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির প্রার্থী, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী নন।

Election Candidate | newsfront.co
প্রার্থীদের তালিকা

আরও পড়ুনঃ কয়লা কাণ্ডে বিনয় মিশ্রর ভাইকে গ্রেফতার ইডির

এখন প্রশ্ন উঠছে, বাম-কংগ্রেস তাহলে জোট বাঁধলো কার সাথে আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাকি বিহারের রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির সাথে? নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সংযুক্ত মোর্চার অংশ রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নির্বাচনে কোনো অস্তিত্ব নেই।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে ভোটের প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

এদিকে, বাম নেতারা বা কংগ্রেস নেতারা একটিবারের জন্যও রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির নাম উচ্চারণ করছেন না, তাঁরা সর্বত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকেই তাঁদের জোটসঙ্গী বলছেন। লক্ষ লক্ষ ভোটারকে এ বিষয়ে অন্ধকারে রাখা ঠিক কতটা নৈতিক উঠে আসছে সে প্রশ্ন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here