রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত গুরুং গ্রেফতার হল না কেন উঠছে প্রশ্ন

0
103

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় গোর্খাল্যান্ডের দাবি মেনে নিচ্ছেন? কটাক্ষের সুর গেরুয়া শিবির থেকে। প্রায় তিন বছর ফেরার থাকার পর গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং হঠাৎ-ই বুধবার কলকাতায় এসে সবাইকে চমকে দিলেন।

Bimal Gurung | newsfront.co
কলকাতার অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলনে গুরুং। নিজস্ব চিত্র

গোর্খাল্যান্ড ইস্যুতে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এনডিএ ছাড়ার কথা ঘোষণা করলেন নিজে। স্বাগত জানিয়েছেন তৃণমূলও।

এই নিয়ে প্রবল শোরগোল রাজনৈতিক মহলে। গুরংয়ের এনডিএ জোট ছাড়াকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। গোর্খাল্যান্ড ইস্যুতে গুরুংয়ের মন্তব্যকে হাতিয়ার করে মমতার বিরুদ্ধে প্রচার বঙ্গ বিজেপির নেতাদের।

গুরুংদের এনডিএ থেকে বেরিয়ে আসা প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, গোর্খা জনমুক্তি মোর্চা এনডিএ ছেড়ে গেলে এনডিএ এর কোনো ক্ষতি হবে না, বরং ওদের ক্ষতি হতে পারে।

আরও পড়ুনঃ তৃণমূলই তৃণমূলের শত্রু! দলীয় সাংসদের বিষ্ফোরক মন্তব্যে তোলপাড়

এরপরই গোর্খাল্যান্ড ইস্যুতে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কৈলাসের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে গোর্খাল্যান্ডের দাবি মেনে নিয়েছেন? একই বক্তব্য রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুরও।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে গুরুং পাহাড় ছাড়া, তাই রাজ্য সরকারের সঙ্গে সেটিং করে গোর্খাল্যান্ড ইস্যুকে হাতিয়ার করতে চাইছে। পুলিশি মামলার ভয়ে এখন মমতার দিকে চলে এসেছেন গুরুং। গুরুংয়ের বক্তব্যকে স্বাগত জানিয়েছে তৃণমূল, ওদিকে গুরুং এর এই পদক্ষেপকে বিরোধীরা বলছে রাজনৈতিক সমঝোতা।

আরও পড়ুনঃ কথা রাখেনি মোদী-শাহ! তাই মমতা-ই আশ্রয়, সাংবাদিক সম্মেলনে জানালো গুরুং

মুকুল রায়ের কথায় উঠে এলো পাহাড়ে পুরোনো অশান্তির উল্লেখ; তিনি বলেন আগে এসব হলে ১৩ জনের অকালে প্রাণ যেত না। বিমল গুরুং এর প্রত্যাবর্তন রাজনৈতিক মহলে অনেক প্রশ্ন তুলে দিল।

সকলেরই প্রশ্ন, গুরুং-রোশন গিরিদের বিরুদ্ধে একাধিক মামলা, ইউএপিএ ধারায় দেশদ্রোহিতার মামলা রয়েছে। পুলিশের খাতায় তিনি এখনও পলাতক। সেই মামলাগুলির কী হবে, সেগুলি কি তুলে নেবে প্রশাসন? তাহলে কি সরকারের সঙ্গে সমঝোতা করেই বিজেপির সঙ্গ ছাড়লেন গুরুং? গুরুংয়ের মতো একজন অপরাধী কলকাতায় এলেন, সাংবাদিক সম্মেলন করলেন, অথচ পুলিশ কোনও ব্যবস্থা নিল না কেন? প্রশ্ন তুলেছে বিরোধীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here