দেশের চরম সংকটের দিনেও রমরমিয়ে চলছে আইপিএল, উঠছে প্রশ্ন!

0
58

স্পোর্টস ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

করোনার দ্বিতীয় ঢেউ সুনামির আকার ধারণ করেছে, কার্যত বিনা চিকিৎসায় , অক্সিজেনের অভাবে প্রাণ যাচ্ছে দেশের মানুষের । লাশের স্তুপ জমা হচ্ছে দেশের প্রতিটি প্রান্তে। এই অবস্থাতেই চলেছে আইপিএল। এতেই ভারতীয় বোর্ডের সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়েছে।

দেশের চরম সংকটের দিনে কীভাবে কোটি টাকার লিগ চালানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রীড়াপ্রেমীরাই। আইপিএল চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে একটি জাতীয় স্তরের সংবাদ মাধ্যম ইতিমধ্যেই ঘোষণা করেছে যে আইপিএল সংক্রান্ত সমস্ত খবর প্রকাশ তারা আপাতত বন্ধ রাখছে। সোশ্যাল মিডিয়াতেও টের পাওয়া যাচ্ছে মানুষের আইপিএলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ।

আইপিএলের গভর্নিং কাউন্সিলের এক সদস্য সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পুরো লিগ একাধিক বায়ো বাবল তৈরি করে সম্পূর্ণ দর্শক শূন্য স্টেডিয়ামে খেলানো হচ্ছে। তাই সেদিক থেকে আইপিএল চালিয়ে যাওয়া পুরোপুরি নিরাপদ। তাঁর যুক্তি, “এই অন্ধকার সময়ে মানুষের মনে আশার আলো জাগাতেই এই লিগ চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লির মত ভেন্যুতে সংক্রমণ ভয়ানক হারে বেড়েছে। তবে স্ট্যান্ড বাই ভেন্যু হিসাবে হাতে রয়েছে দিল্লি এবং ইন্দোর। প্রয়োজন হলে, সেইসব ভেন্যু ব্যবহার করা হবে।”

রবিবার দৈনিক সংক্রমণে সারা বিশ্বের সর্বকালীন রেকর্ড ভেঙে ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ। অক্সিজেন এবং বেডের অভাবে হাজার হাজার রোগীকে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে হাসপাতালগুলি।

করোনা বিধি নিষেধ যথাযথ ভাবে মানা, মানুষকে ঘরে থাকার পরামর্শ দিতে আসরে নেমেছেন ক্রিকেটাররাও। আরসিবির এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলিরা সমর্থকদের উদ্দেশ্যে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন,কোভিড সংক্রান্ত সমস্ত নীতি পালন করতে বলেছেন।তার মধ্যেই বিপরীত মত প্রকাশ করেছেন অ্যাডাম গিলক্রিস্ট। তিনি টুইট করে বলেছেন, “ভারতের সকলকে শুভেছা। ভয়াবহ আকার নিয়েছে কোভিড সংক্রমণ। আইপিএল চালিয়ে যাওয়া হবে নাকি সে সিদ্ধান্ত তোমাদের। তবে,সকলের জন্য প্রার্থনা রইল।”

উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতে মোট করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১৬.৯৬ মিলিয়নে, মৃতের সংখ্যা ১৯২,৩১১।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here