মায়ানমারে সেনা দিবসে ভারতের প্রতিনিধির উপস্থিতিতে উঠছে প্রশ্ন

0
33

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

মায়ানমারে সেনা অভ্যুত্থান ও গণহত্যার নিন্দা করছে গোটা বিশ্ব, সেখানে ভারত কেন ওই দেশে প্রতিনিধি পাঠাল তা নিয়ে প্রশ্ন উঠছে।মায়ানমারে সেনা অভ্যুত্থান ও নির্বাচিত সরকারের পতনের জেরে গোটা বিশ্বে সমালোচনার ঝড় বইছে, আর সে দেশের সশস্ত্র বাহিনী দিবসের কুচকাওয়াজে অতিথি হিসাবে গেলেন ভারতীয় প্রতিনিধি।

mayanmar | newsfront.co
ফাইল চিত্ৰ

মোট আটটি দেশের প্রতিনিধি গত ২৭ মার্চ রাজধানী নাওপিদাওয়ে সেনা কুচকাওয়াজে ভারত,রাশিয়া, চিন, পাকিস্তান, বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড ও লাওস মোট আটটি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।দিল্লির সাউথ ব্লকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মাথায় রেখে কূটনৈতিক স্তরে এই পদক্ষেপ করতে হয়েছে ভারতকে।

আরও পড়ুনঃ ‘সোনার লোভে বামেরা বিশ্বাসঘাতকতা করেছে’, কেরালায় ভোট প্রচারে মোদি

তবে গোটা বিশ্ব যখন মায়ানমারে সেনার গুলিতে গণহত্যার নিন্দা করছে, সেখানে ভারত কেন ওই দেশে প্রতিনিধি পাঠাল কোন কূটনৈতিক কারণে সে প্রশ্ন থেকেই যাচ্ছে।গত দুমাসে মায়ানমারে অন্তত ৫০০ জন সেনার গুলিতে প্রাণ হারিয়েছেন। যা নিয়ে সারা বিশ্বের বহু দেশ তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে মায়ানমারে গণহত্যার জেরে সীমান্ত লাগোয়া রাজ্য মিজোরামে শরণার্থীরা ঢোকার চেষ্টা করছেন প্রাণ বাঁচতে।

মায়ানমারে যেভাবে জনতার কণ্ঠরোধ করতে সেনা নির্বিচারে খুন করছে তার তীব্র নিন্দা করেছেন অন্তত একডজন দেশের সেনাপ্রধানরা। মার্কিন চিফ অফ স্টাফ জেনারেল মার্ক এমাইলি শুক্রবার একটি বিবৃতিতে মায়ানমারে প্রতিবাদীদের উপর গুলি চালনার তীব্র নিন্দা করেন।

আরও পড়ুনঃ এবার পোস্ট অফিস থেকেও বানানো যাবে প্যান কার্ড

সেই বিবৃতিতে অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, গ্রিস, ইতালি, জাপান, ডেনমার্ক, দ্য নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং ব্রিটেনের সেনাপ্রধানরা মায়ানমারের জুন্টা সরকারকে সেনা প্রয়োগে মানবিক হওয়ার বার্তা দিয়েছেন।কিন্তু এই ইস্যুতে মুখে কুলুপ এঁটেছে ভারত। সেনা অভ্যুত্থানের পর থেকে সব দেশ নিন্দা করলেও ভারত এই বিষয়ে একটি শব্দও খরচ করেনি।

উল্টে ভারত সরকার সীমান্ত লাগোয়া রাজ্যগুলি ও আসাম রাইফেলসকে নির্দেশ দিয়েছে, যেভাবেই হোক মায়ানমারের শরণার্থীদের এদেশে ঢোকা আটকাতে এবং কোনোক্রমে যাঁরা ঢুকবেন তাঁদের ফেরত পাঠানোর ব্যবস্থা করতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here