ক্যাম্পাসে আক্রমণঃ বিশ্বভারতীর তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন

0
50

পিয়ালী দাস, বীরভূমঃ

বিশ্বভারতীতে ছাত্র হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করলো বিশ্বভারতী কর্তৃপক্ষ। কমিটির নেতৃত্ব দেবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য, বিশ্বভারতীর এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য। তদন্ত কমিটিতে বিশ্বভারতীর যে দুজন সদস্যকে রাখা হয়েছে তাদের তদন্তের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে ছাত্র-ছাত্রীদের একাংশ। ছাত্র-ছাত্রীদের দাবি ঘটনার পরের দিনই তদন্ত কমিটির এক সদস্য দুলাল চন্দ্র ঘোষ বিভিন্ন জায়গায় বক্তব্য দেন ছাত্র-ছাত্রীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা পুরোটাই কোন এক বিশেষ রাজনৈতিক দলের অনুগামী ছাত্রসংগঠনের সাজানো ঘটনা তার পরেই তার নাম তদন্ত কমিটিতে আজকে আমরা জানতে পারি এর থেকেই বোঝা যাচ্ছে ইতিমধ্যে উপাচার্য ক্ষমতাবলে ছাত্র-ছাত্রীদের ওপর নিজের দমননীতি রাখতেই পছন্দমত তদন্ত কমিটিতে রেখেছেন।

প্রতিবাদ। নিজস্ব চিত্র

তদন্ত কমিটির অন্য এক সদস্য মঞ্জু মোহন মুখার্জির বিরুদ্ধে দু’বছর আগে বিশ্বভারতীর এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে তারপরে তৎকালীন উপাচার্য স্বপন দত্ত এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন তদন্ত রিপোর্টে মঞ্জু মোহন মুখোপাধ্যায় দোষী সাব্যস্ত হন কিন্তু বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই মঞ্জু মোহন মুখোপাধ্যায়ের বাড়বাড়ন্ত বেড়ে যায়। বিশ্বভারতীর ছাত্র ফাল্গুনী পান জানিয়েছেন এই ধরনের বিভিন্নভাবে অভিযুক্ত মানুষরা যদি তদন্ত কমিটিতে থাকেন তাহলে কোনোভাবেই সঠিক তদন্ত হবে না বলে আমাদের বিশ্বাস। অন্য এক ছাত্র সোমনাথ সৌ দাবী করে, সেদিন রাতে হোস্টেলে ঢুকে ছাত্রদের ওপর যে হামলার ঘটনা ঘটে তা সম্পূর্ণ উপাচার্যের নির্দেশে হয়েছে সেটা প্রমাণিত বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি হোস্টেলের এক ছাত্র বক্তব্য রেখেছেন এনআরসি, সিএএ, নিয়ে বিশ্বভারতীর যেসব ছাত্রছাত্রীরা আন্দোলন করছে এবং বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত আলোচনা সভা যারা পন্ড করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে কড়া নজরদারি রাখতে হবে এবং প্রয়োজনে ব্যবস্থা নিতে হবে তাই আমরা প্রথম থেকে যে অভিযোগ করে আসছিলাম সেদিনের রাতে ছাত্রদের উপর যেভাবে আক্রমন ঘটেছে তা সম্পূর্ণ উপাচার্যের নির্দেশে হয়েছে।

শুক্রবার বিকেলে বিশ্বভারতীর কেন্দ্রীয় ভবনের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বার করে ছাত্র-ছাত্রীরা। মিছিল শান্তিনিকেতন থেকে আবার কাঁচ ঘরের সামনে এসে শেষ হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here