নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বঙ্গ বিজয়ের স্বপ্ন ধুলিস্মাৎ হওয়ার পর থেকেই কেন্দ্র নাকি এক প্রতিহিংসার খেলায় মেতেছে বাংলার সাথে, এমন মতই উঠে আসছে সব স্তরে। নির্বাচনের পর তৃতীয়বার বাংলার দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন সরকারের প্রাথমিক লক্ষ্য সর্বাগ্রে কোভিড অতিমারীর দ্বিতীয় তরঙ্গ নিয়ন্ত্রণে আনা। যুদ্ধকালীন তৎপরতায় সে কাজ শুরু করলো সরকার। সেকাজ দক্ষ হাতে সামলাচ্ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
এরই মধ্যে অতি শক্তিশালী সাইক্লোন ইয়াস-এর আক্রমণ। সে ধাক্কা সামলাতেও মুখ্যমন্ত্রীর পাশে দক্ষ প্রশাসক রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এসবের মধ্যেই তাঁর অবসর গ্রহণের নির্ধারিত দিন এগিয়ে আসতে থাকে। চলতি মাসের ৩১ তারিখ অবসর গ্রহণের দিন। তবে রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতি এবং সাইক্লোন ইয়াস এই দুই পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের প্রয়োজন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে, এই কারণবশত মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে অনুরোধ জানান মুখ্যসচিবের কাজের সময়সীমা আরো তিনমাস বাড়িয়ে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জিকে অনুমোদনও দেয় কেন্দ্র।
এরপরেই শুক্রবার ইয়াস পরবর্তী অবস্থা পরিদর্শনে রাজ্যে আসেন প্রধানমন্ত্রী সেই নিয়েই শুরু হয় ‘অপমানের তরজা’। প্রধানমন্ত্রীর সঙ্গে ১৫ মিনিটের জন্য বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন মুখ্যসচিব, ইয়াস-এর প্রভাবে রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ জানান তাঁরা। এর বেশি সময় তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যয় না করে পূর্ব নির্ধারিত অন্য কর্মসূচি থাকায় সেখান থেকে চলে যান। তারপরেই সন্ধ্যায় কেন্দ্রের নির্দেশ আসে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির। ১ জুন দিল্লিতে কাজে যোগ দিতে হবে, পশ্চিমবঙ্গ সরকার যেন তাঁকে মুখ্যসচিবের পদ থেকে অব্যাহতি দেয়।
Approved the placement of Alapan Bandyopadhyay (West Bengal Chief Secretary) with the Government of India. Accordingly, the State Govt is requested to relieve him with immediate effect and direct him to report to the Dept of Personnel & Training (DoPT), Delhi by 31st May: DoPT pic.twitter.com/HeyRiEJ7UW
— ANI (@ANI) May 28, 2021
ঠিক এখানেই উঠছে প্রশ্ন, রাজ্যের তরফে কেন্দ্রকে অনুরোধ জানানো হয়, আলাপন বাবুর কাজের সময়সীমা বাড়িয়ে দেওয়ার জন্য এবং ঠিক কি কারণে তিনমাস তাঁর কাজের মেয়াদ বৃদ্ধির প্রয়োজন তাও জানানো হয়েছিল কেন্দ্রকে। তা সত্বেও কেন তাঁকে দিল্লিতে ফেরত পাঠানোর নির্দেশ! কোভিড এবং ইয়াস এই দুই ক্ষেত্রেই অত্যন্ত দক্ষতার নিদর্শন রেখেছেন আলাপন বাবু, এই কারণেই কি? সেক্ষেত্রে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে একি তবে কেন্দ্রের প্রতিহিংসা চরিতার্থ করা বঙ্গ বাসীর ওপরে? বাঙালী ঢালাও ভোট দেননি গেরুয়া শিবিরকে, এই অপরাধে কি শাস্তি পেতে হবে তাঁদের?
The Modi government is behaving like an aggressive imperial power. Recalling the Chief Secretary of a cyclone ravaged state to Delhi is a shocking new low in the history of India's federal governance. All to punish a people who defeated the MoSha expedition to conquer Bengal.
— Dipankar (@Dipankar_cpiml) May 28, 2021
মুখ্যসচিবের বদলি প্রসঙ্গে এই সুরই শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের গলায়। তাঁরা বলছেন করোনা এবং ইয়াস এই পরিস্থিতিতে সরকারের একজন দক্ষ প্রশাসককে কাজের মেয়াদ বৃদ্ধি করেও দিল্লিতে ফেরত যাওয়ার নির্দেশ যে শুধু রাজ্য সরকারকে বিপদে ফেলার উদ্দেশ্যে এমনটা নয়, রাজ্যবাসীর ক্ষতি করা। সাধারণ মানুষের ওপর প্রতিহিংসা মূলক আচরণ করছে কেন্দ্র ও বিজেপি। এই প্রসঙ্গে আরেক প্রাক্তন আমলা জহর সরকারও নিজের মত জানিয়েছেন, সেখানেও উঠে এসেছে প্রতিহিংসা এবং অন্তর্ঘাত সৃষ্টির কথা।
Have Modi Shah gone crazy? Just 1 working day left for West Bengal’s Chief Secretary Alapan Bandyopadhyaya to retire — they have transferred him to Delhi! CM wanted 3 months extra. It’s deliberate sabotage of Cyclone Relief, Covid Control + Revenge for 48% Bengal vote against BJP
— Jawhar Sircar (@jawharsircar) May 28, 2021
আরও পড়ুনঃ সিএএ কার্যকর করার প্রক্রিয়া শুরু কেন্দ্রের
অন্যদিকে বিজেপি রাজ্য নেতৃত্ব বলছেন এখানে যাঁরা প্রতিহিংসা খুঁজে পাচ্ছেন তাঁরাই নাকি অযথা জলঘোলা করছেন। আইএএস রা কেন্দ্রেরই অধীনস্থ, কাজেই যখন তখন বদলি হতে পারে তাঁদের। কিন্ত প্রশ্ন থেকেই যাচ্ছে ‘সময় নির্বাচন’ নিয়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584