শামির দ্রুততম একশো উইকেট ও কুলদীপের ঘূর্ণিতে কুপোকাত নিউজিল্যান্ড

0
90

স্পোর্টস ডেস্কঃ

মহম্মদ শামির দ্রুততম একশো উইকেট ও কুলদীপের ঘূর্ণিতে  ভারতের কাছে ৮উইকেটে পরাজিত হল  নিউজিল্যান্ড।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় হিসাবে দ্রুততম একশো উইকেটের মালিকের স্থান দখল করলেন মহম্মদ শামি। তাঁর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ইরফান পাঠান। পাঠান ১০০ উইকেটে পৌঁছেছিলেন ৫৯ ম্যাচে, আর মহম্মদ শামি একশোর লক্ষ্যে পৌঁছাতে নিলেন ৫৬ ম্যাচ। মূলত তাঁর ও কুলদীপ যাদবের দূর্দান্ত বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করল নিউজিল্যান্ড।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৩৮ ওভারেই ১৫৭ রানে অলআউট হয়ে যায়। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক অধিনায়ক কেন উইলিয়ামসন (৬৪)। ভারতের হয়ে কুলদীপ যাদব ৪টি, মহম্মদ শামি ৩ টি ও যযুবেন্দ্র চাহল ২টি উইকেট তুলে নেন।জবাবে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের ৭৫(নঃআঃ) ও বিরাট কোহলির ৪৯ রানের সুবাদে ৩৪.৫ ওভারেই জয়ের জন্য পরিবর্তিত লক্ষমাত্রা অর্জন করে ভারত।দূর্দান্ত বোলিংয়ের জন্য ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মহম্মদ শামি। আজকের জয়ের ফলে ভারত ৫ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল।(ফিচার ছবি সৌজন্যে-ICC)

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here