নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মাদকাসক্তদের জন্য দুঃসংবাদ। করোনার টিকা নিতে হলে দূরে রাখতে হবে সোনালি তরল। ঠোঁটে গ্লাস ছোঁয়ালে কাজ করবে না করোনা ভ্যাকসিন। এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু কতদিন ছোঁয়া যাবে না মদ?
এই সময়সীমা প্রতিটি টিকার ক্ষেত্রে আলাদা আলাদা। ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের ক্ষেত্রে বলা হয়েছে প্রতিষেধক নিয়ে ৯৪ দিন অ্যালকোহল নৈব নৈব চ। রাশিয়ার তৈরি কোভিড টিকা স্পুটনিক-ভি নিলে ২ মাস মদ ছোঁয়া যাবে না। মডার্না প্রতিষেধকের নিয়ম অনুযায়ী ৪২ দিন মদ খাওয়া নিষিদ্ধ।
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের নতুন তথ্যভাণ্ডার তৈরি করছে কেন্দ্র
প্রাণ বাঁচাতে গেলে টিকা নির্মাতাদের পরামর্শ মেনে চলা ছাড়া উপায় নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের এপিডেমিওলজি এবং কমিউনিকেবল ডিজিজের প্রধান ডা. সমীরণ পাণ্ডা জানিয়েছেন, “টিকা নিলে কোনওভাবে মদ্যপান করা যাবে না।”
আরও পড়ুনঃ লকডাউনে অভুক্ত ছিল গুজরাট- দাবি সমীক্ষা রিপোর্টে
তাঁর ব্যাখ্যায়, “চিকিৎসা পরিভাষায় অ্যালকোহলকে বলে ইমিউনো সাপ্রেসেন্ট। অর্থাৎ অ্যালকোহল রক্তে মেশার পর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সংক্রামক স্ট্রেনকে শরীরে প্রবেশ করানোর আগে বিজ্ঞানসম্মত উপায়ে নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে। এই নিষ্ক্রিয় ভাইরাল স্ট্রেন অত্যন্ত দুর্বল। তার আর শরীরে ঢুকে প্রতিলিপি তৈরি করার ক্ষমতা নেই। এই স্ট্রেন শরীরে ঢুকে বি সেলকে সক্রিয় করে তুলবে। যা অ্যান্টিবডি তৈরির পক্রিয়াকে উজ্জিবিত করবে। কিন্তু অ্যালকোহল এই প্রক্রিয়াকেই ব্যাহত করবে।”
শুধু টিকা নেওয়ার পরেই নয়, যেদিন টিকা নেবেন তার দিন সাতেক আগে থেকেই মদ বন্ধ রাখতে বলছেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. অরিন্দম বিশ্বাস। যেমনটা লেখা রয়েছে মডার্না প্রতিষেধকের লেবেলেও। অ্যালকোহলের একটা প্রভাব থাকে। তাই কয়েকদিন আগে থেকে বন্ধ রাখাটাই যুক্তিযুক্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584