শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
আজ বুধবার ১ জুলাই থেকে প্রাতঃভ্রমণ কারীদের জন্য খুলে গেল রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। লকডাউনের পঞ্চম পর্যায়ের আনলক ২ পর্বে প্রাতঃভ্রমনে ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই টুইট করে কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম শহরের দুই সরোবর খুলে দেওয়ার কথা জানান।
আমরা আনন্দের সহিত জানাচ্ছি যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, রবীন্দ্র সরোবর লেক এবং সুভাষ সরোবর সকাল ৫:৩০টা থেকে সকাল ৮:৩০টা পর্যন্ত প্রাতঃভ্রমণকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। নাগরিকদের অনুরোধ করছি মাস্ক পরে থাকতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে।
— FIRHAD HAKIM (@FirhadHakim) June 30, 2020
এদিন নবান্নে মুখ্যমন্ত্রী জানান, “লকডাউনে বয়স্ক অনেকেই প্রাতঃভ্রমণে বেরোতে পারছেন না। অনেকের শরীর খারাপ হয়ে যাচ্ছে। তাই ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল ৮.৩০ পর্যন্ত প্রাতঃভ্রমণ করতে পারবেন সাধারন মানুষ।” এক্ষেত্রেও মাস্ক, দস্তানা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
আরও পড়ুনঃ চিনা মাঞ্জা-সহ সব মাঞ্জা নিষিদ্ধ রাজ্যে, নির্দেশ কলকাতা হাইকোর্টের
এরপরেই ফিরহাদ হাকিম টুইট করে জানান, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবীন্দ্র সরোবর লেক ও সুভাষ সরোবর লেক ভোর সাড়ে ৫ টা থেকে সকাল সাড়ে ৮ টা পর্যন্ত প্রাতঃভ্রমণকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে”। এদিন টুইটারেও পুর প্রশাসক মুখ্যমন্ত্রীর সুর টেনে মাস্ক পড়তে ও সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584