পদ্মে পা রাখলেন সিঙ্গুরের মাষ্টার মশাই, মালদহ জেলাপরিষদ হাতছাড়া হল তৃণমূলের

0
125

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বিধানসভা ভোটের আগে সোমবার বিজেপির হেস্টিংস অফিসে তৃণমূল কংগ্রেস দলের পাঁচ জন অভিজ্ঞ বিধায়ক রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পদ্ম আঁকা পতাকা হাতে তুলে নিলেন।

Sonali Guha | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন দক্ষিণ চব্বিশ পরগণার সাতগাছিয়ার বিধায়ক ও ডেপুটি স্পিকার সোনালি গুহ, হাওড়ার শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী, সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার, উত্তর চব্বিশ পরগণার বসিরহাটের বিধায়ক দীপেন্দু বিশ্বাস, হুগলির সিঙ্গুরের বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য এদিন বিজেপি নেতা মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর সঙ্গে দুপুর একটার মধ্যেই হেস্টিংস অফিস পৌঁছে যান।

BJP | newsfront.co
নিজস্ব চিত্র

প্রসঙ্গত এই পাঁচ অভিজ্ঞ বিধায়কই এবার ভোটে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। কিন্তু সবচেয়ে অবাক হবার বিষয়, এবার বিধানসভা ভোটে মালদহ হাবিবপুরে তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়ে এদিন তা প্রত্যাখ্যান করে সরাসরি হেস্টিংস অফিসে এসে বিজেপির পতাকা দিলীপ ঘোষের হাত থেকে হাতে তুলে নিলেন তৃণমূল প্রার্থী।

আরও পড়ুনঃ জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পদ থেকে ইস্তফা বিজেপি প্রার্থী অমূল্য মাইতির

 এছাড়াও মালদহ জেলা পরিষদের বেশির ভাগ সদস্য বিজেপিতে যোগদান করায় জেলা পরিষদ বিজেপির হাতে চলে আসে। এদিন মালদহ জেলা পরিষদের মোট আটত্রিশ জন সদস্যের মধ্যে ১৪ জন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করে। আগে থাকতে বিজেপির হাতে রয়েছে নজন নিজ দলের সদস্য।

এঁদের যোগদানের পর দিলীপ ঘোষ বলেন,’আজ যাঁরা বিজেপিতে যোগদান করলেন, তাঁরা এই বিধানসভা ভোটে প্রার্থী হবেন কিনা আমার সঙ্গে কোনও কথা হয়নি। ওনারা বিজেপির হয়ে সক্রিয় রাজনীতি করতে চান।’

আরও পড়ুনঃ মনোনয়ন জমা দিলেন শালবনীর তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো

পরে মুখ্যমন্ত্রীর সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন,’এনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পঁচিশ ত্রিশ বছর ধরে রাজনীতি করে আসছেন। এই সমস্ত গুণি সহকর্মীদের কখনও বিশ্বাস করতে পারেন না। তাই তাদের বাদ দিয়ে বেশ কিছু জায়গায় চিত্র তারকাদের প্রার্থী করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে আত্মবিশ্বাসের অভাব।’

পরে তিনি আরও বলেন,’এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন এক পেশাদার রাজনীতি সাহায্যকারীর কথায়। আসলে তৃণমূল কংগ্রেসের হাতে এখন প্রচুর টাকা। এই টাকা কোথা থেকে আসছে সাধারণ মানুষ সব জানে। এবার ভোটে তার জবাব দেবে তারা।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here