রাসপূর্ণিমা উপলক্ষে ভারত বাংলাদেশ সীমান্তে চাঁদ সওদাগরের মেলার উদ্বোধন করলেন রবীন্দ্রনাথ ঘোষ

0
95

মনিরুল হক, কোচবিহারঃ

চাঁদ সওদাগরের ডিঙার মেলার ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের চ্যাংমারি এলাকায়। জানা যাচ্ছে, এই মেলায় ভারত বাংলাদেশ সীমান্তের ঠিক জিরো পয়েন্টের মধ্যে ডিঙার ওপরে মনসা মন্দিরে ফিতা কেটে পুজো দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ।

leader rabindranath ghosh | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন এবিষয়ে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, করোনা আবহে এবার মেলা বন্ধ রাখা হয়েছে। প্রায় আঠারো বছর আগে স্থানীয় কৃষকরা ভারত বাংলাদেশের জিরো পয়েন্টে চাষের জমিতে চাষ করতে গিয়ে দেখতে পান যে একটি ডিঙার মতোন দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ বেলদা স্টেশনে যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির ডেপুটেশন

minister | newsfront.co
নিজস্ব চিত্র
public | newsfront.co
নিজস্ব চিত্র

তারপরেই গ্রামবাসীদের মধ্যে একটি আবেগ ছড়িয়ে পরে এবং মনে করেন যে এখানে চাঁদ সওদাগর যখন বাণিজ্যে গিয়েছিলেন সেই সময় তার একটি ডিঙা নদীতে তলিয়ে যায় এবং সেই ডিঙাটি তুফানগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টের মধ্যে দেখতে পায় তারা।

people | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ অনুকূল পুত্রের বাড়িতে কৈলাশ, জল্পনা

এর পর থেকেই মা মনসার মূর্তি ডিঙার ওপরের বসিয়ে পূজার্চনা শুরু করেন এবং তারপর থেকে আসতে আসতে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসেন পুজো দেন, মানত করেন এবং অনেকের মানত ফলে বলেও জানান দর্শনার্থীরা। ভারতের লোক যাতে কোনো ভাবে বাংলাদেশের দিকে না যায় সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে বিএসএফের পক্ষ থেকে এবং স্নিফার ডগ দিয়ে নজরদাড়ি চালাচ্ছে বিএসএফ জওয়ানরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here