দিলীপের মাথা ঠান্ডা করার দাওয়াই দিলেন রবীন্দ্রনাথ

0
74

মনিরুল হক, কোচবিহারঃ

এবার সাগর দিঘীর গলা জলে দাঁড় করিয়ে রেখে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মাথা ঠাণ্ডা করার হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। গতকাল কোলকাতায় তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সভায় তাঁকে মাথা ঠাণ্ডা রাখার পরামর্শ দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনের ব্যবধানে ফের সেই মাথা ঠাণ্ডা রাখার প্রসঙ্গ রবীন্দ্রনাথ বাবুর মুখ থেকেই বেরিয়ে আসায় রাজনৈতিক মহলে জোড় আলোচনা শুরু হয়েছে। শুক্রবার পেট্রল ডিজেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কোচবিহার জেলা শাসকের দফতরের সামনে ব্যাপক জমায়েত করে অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করে তৃনমূল কংগ্রেস। ওই কর্মসূচীতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ, বিধায়ক উদয়ন গুহ, ফজল করিম মিয়াঁ, জগদীশ বসুনিয়া, হিতেন বর্মণ, কোচবিহার পুরসভার চেয়ারম্যান ভূষণ সিংহ, দলের জেলা সহ সভাপতি আব্দুল জলিল মিয়াঁ সহ জেলার এক ঝাঁক তৃনমূল কংগ্রেস নেতৃত্ব।

নিজস্ব চিত্র

ওই অবস্থান বিক্ষোভে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এনকাউন্টার প্রসঙ্গ টেনে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “দিলীপ ঘোষের মাথা মোটা। মাথা গরম। ওই রকম মাথা মোটা লোক কোন দলের রাজ্যের নেতৃত্বে থাকলে উচ্ছৃঙ্খলতা বাড়বেই। তাই উনি কোচবিহারে এলে মাথা ঠাণ্ডা করার জন্য সাগরদিঘীর ঠাণ্ডা জলে দাঁড় করিয়ে রাখা হবে।” এখানেই থেমে থাকেন নি রবীন্দ্রনাথ বাবু। তিনি পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে দিলীপ ঘোষের বক্তব্যের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে আরও বলেন, “ তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থকরা যাতে ভোট দিতে যেতে না পারে, তার জন্য বোমাবাজী করার হুমকি দিচ্ছেন। কিন্তু দিলীপ বাবু জানেন না,এটা বাংলা। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রয়েছে। এধরনের মানুষকে কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকানো উচিত।”
তবে রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য নিয়ে বিজেপির কোচবিহার জেলা নেতৃত্ব গুরুত্ব দিতে নারাজ। বিজেপির কোচবিহার জেলা সহ সভাপতি ব্রজগোবিন্দ বর্মণ বলেন, “ রবীন্দ্রনাথ ঘোষ মানসিক রোগে আক্রান্ত। তাই ওনার বক্তব্যের প্রতিক্রিয়া দিতে চাই না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here