জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে গান্ধী মূর্তিতে লেখা হল ‘বর্ণবিদ্বেষী’

0
68

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

কৃষ্ণাঙ্গ প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে গর্জে ওঠে আমেরিকা। শুধু আমেরিকাই নয়, এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছিল গোটা বিশ্ব। সেই #BlackLivesMatters আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে ব্রিটেনেও। গত কয়েকদিন ধরে সেদেশে লাগাতার বিক্ষোভ চলছে।

Gandhi ji | newsfront.co
ছবিঃ টুইটার

মূলত দক্ষিণ-পূর্বের শহর ব্রিস্টলে আন্দোলন আরও তীব্র হয়েছে। শ্বেতাঙ্গের হাতে কৃষ্ণাঙ্গের মৃত্যুতে বিক্ষোভের আঁচ ছড়ায় বহুদূর। প্রতিবাদের সেই আঁচ আমেরিকাবাসীকে ভুলিয়ে দিয়েছিল করোনা ভাইরাসের আশঙ্কা। তবে ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ যে এত সহজে থামবেনা তা বোঝাই যাচ্ছিল। এবার একটু অন্যভাবে হল এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ।

লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তিতে টেপ দিয়ে বর্ণবিদ্বেষ বিরোধী বার্তার প্যাকার্ড আটকে দিলেন জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদীরা। স্তম্ভের নীচে লিখে দেওয়া হল, ‘বর্ণবিদ্বেষী’। নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন-সহ ব্রিটিশ, কমনওয়েলথ এবং বিখ্যাত বিদেশি রাজনীতিবিদদের মূর্তি রয়েছে এখানে। গান্ধীর মূর্তিটি ২০১৫ সালে বসানো হয়েছিল।

প্রতিবাদীদের আক্রমণের মুখে পড়ে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মূর্তিও। স্প্রে-পেন্টিং করে লিখে দেওয়া হয়, ‘বর্ণবিদ্বেষী ছিলেন’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here