নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
হ্যাঁ, রাধিকা মিত্র লেখা হল এই কারণে, হিসেব অনুযায়ী কর্ণর রাধিকাকে ডিভোর্সের নোটিস পাঠানোর ছয় মাস অতিক্রান্ত। ফলে তারা এবার সত্যিই আলাদা। দুজনের পথ বেঁকেছে দুদিকে। বলতে দ্বিধা নেই, জয় আর পায়েলের চক্রান্তেই কর্ণ আর রাধিকা আজ আলাদা। জয়কে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে রাধিকা।
এই অভিযোগে রাধিকাকে জেলে পাঠানোর হুমকি দেয় পায়েল। কিন্তু রাধিকা কেন জয়কে জলে ঠেলে ফেলে দিয়েছে তা সকলেই জানে। আর জয় কি সত্যিই মারা গিয়েছে? সেটাও একটা বড় প্রশ্ন এই মুহূর্তে৷ সে যা-ই হোক না কেন, রাধিকাকে কোনওভাবেই কর্ণ যেতে দেবে না জেলে। তাই পায়েলের শর্ত মেনে নিয়ে রাধিকার সঙ্গে বিয়েটা ফাইনালি ভেঙে তৃষাকে বিয়ে করতে রাজি হয় কর্ণ।
আরও পড়ুনঃ এ আর রহমানের সুরে ইমনের প্রথম হিন্দি সিঙ্গল ‘নেহি সামনে’
এখন প্রশ্ন হল রাধিকার মতো লড়াকু, বুদ্ধিমতী, বোঝদার মেয়ে কি অত সহজে মেনে নেবে সব? সে ভালই জানে কর্ণ নিজের ইচ্ছায় তাকে মণির বাড়িতে ছেড়ে দিয়ে যায়নি। এর পিছনে রয়েছে কোনও দুষ্টু চক্রের হাত। সেই দুষ্টু চক্রের পাণ্ডা কে বা কারা হতে পারে সেটাও তার অজানা নয়৷ আর তাই নিজের চেহারার বদল ঘটিয়ে একেবারে অন্য লুকে অন্য নামে সে ফেরে সেন বাড়িতে। তার প্রোমো ইতিমধ্যেই দেখে নিয়েছে দর্শক। এখন সে রাধিকা নয়, রোজি৷ নার্স রোজি এসেছে কর্ণর বাবা এবং মায়ের দেখাশোনা করতে৷
আরও পড়ুনঃ বাবার ঘর ছেড়ে গদাধরের পথে সারদা
এই প্রসঙ্গে একটা কথা না বলে পারা যায় না, সম্প্রতি ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের সেটে হাজির হয় নিউজ ফ্রন্ট। সেদিন চলছিল রাধিকার রোজি লুকের শুট। কিন্তু তখন সেই লুক মিডিয়ার সামনে আনতে নারাজ ছিল ‘কে কে বি টি’ টিম।
তাই রোজির রাধিকা লুকে ফেরার জন্য নিউজ ফ্রন্টকে অপেক্ষা করতে হয় বেশ অনেকক্ষণ। জানা যায়, এরপর দারুণ চমক আসছে কর্ণ-রাধিকার ফ্যানদের জন্য। সেই সময় আসন্ন। এবার রোজি রূপে রাধিকার কামাল দেখবেন দর্শক। পায়েল সেনকে জব্দ করতে রোজির অভিযান শুরু হবে খুব শীঘ্রই।
‘কী করে বলব তোমায়’ সেখুন সোম থেকে শুক্র রাত সাড়ে ৯ টায়, জি বাংলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584