নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সরকার ক্ষতিগ্রস্ত অর্থনীতি বাঁচানোর পরিবর্তে এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠের রাজনীতি নিয়ে বেশি চিন্তিত বলে মন্তব্য করেছেন রঘুরাম রাজন। রিজার্ভ ব্যাঙ্কের ভূতপূর্ব গর্ভনর আরও বলেন, মানুষের জন্য ত্রাণ এবং অর্থনৈতিক সাহায্য এই সময়ে মূল লক্ষ্য হওয়া উচিত সরকারের।

শনিবার প্রিন্সটন ইউনিভার্সিটি আয়োজিত এক ওয়াবিনারে আমন্ত্রিত ছিলেন ড. রঘুরাম রাজন। সেখানেই তিনি বলেন, ভারতবর্ষ এই মুহূর্তে কোভিড ১৯ মহামারির কারণে যে ধরনের স্বাস্থ্য সংকট ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি সেখান থেকে বাঁচার একটাই উপায় সরকারী অর্থনৈতিক সাহায্য।
আরও পড়ুনঃ ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে অসম, বিহারের বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৩৭ লক্ষ মানুষ
নরেন্দ্র মোদী সরকারের প্রথম পাঁচ বছরেই অর্থিনীতির উন্নতির বদলে অবনতির শুরু হয়েছিল, দ্বিতীয় বারের সরকার ও সেই একই রকম সংখ্যাগুরুর রাজনীতি করে চলেছে যখন দেশ এক আতিমারিজনিত সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, ব্যাঙ্কগুলির নন পারফর্মিং সম্পদের পরিমাণ বেড়েই চলেছে।
আরও পড়ুনঃ আপাতত ভিডিও কনফারেন্সের মাধ্যমেই শুনানি, দু সপ্তাহ বাদে ফের পর্যালোচনা
সরকার সেদিকে নজর না দিয়ে ক্রমাগত অবনমনের দিকে এগিয়ে যাওয়া অর্থনীতির হাল ধরার পরিবর্তে মেজরিটারিয়ান রাজনীতির দিকে মুখ ঘুরিয়ে রয়েছে। এই মুহূর্তে ভারতীয় অর্থনীতিতে ফিসকাল ডেফিসিট ৯%, একই অবস্থা জিডিপির। কেন্দ্রীয় সরকারের আর্থিক পলিসির প্রবল সমালোচনা শোনা যায় ড: রঘুরাম রাজনের মন্তব্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584