অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
বিরাট কোহলিকে ছাড়া অজিঙ্ক রাহানে যে মেলবোর্ন টেস্টে জিতে সিরিজে সমতা ফেরায় সেখানে রাহানের অধিনায়কত্ব নিয়ে সকলে প্রশংসা হবে সেটা স্বাভাবিক আর এবার রাহানের প্রশংসা করলেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।
রবি শাস্ত্রী ম্যাচ শেষে বিরাট ও রাহানের তুলনা করে জানান, “রাহানে খুব ধূর্ত ক্যাপ্টেন। খুবই ভালো ঠান্ডা মাথার অধিনায়ক। আমার মনে হয় ওর ধীরস্থির ব্যাপারটা পুরো টিমকেই দারুণ ভাবে সাহায্য করেছে। যে কারণে উমেশের চোটের জন্য বাইরে চলে যাওয়া সত্ত্বেও টিমে প্রভাব পড়েনি। ওর বোলিং পরবর্তন আমার সব থেকে বেশি মনে ধরে।
আরও পড়ুনঃ মেলবোর্নে জিতে সিরিজে সমতা ফেরালো ভারত
যদি বলা যায় কে ভালো অধিনায়ক বিরাট না রাহানে তাহলে বলব দুজনের তুলনা করা কঠিন দু’জনেই ক্রিকেটটা ভালো বোঝে। বিরাটের ক্রিকেট প্যাশন নিয়ে কোনও কথা হবে না তার জন্য ও অনেক চঞ্চল। অন্য দিকে রাহানে আবার শান্ত এবং ফোকাসড। আসলে দু’জনের চরিত্র দু’রকম। দুজনেই টিমের সম্পদ।“
আরও পড়ুনঃ দশকের সেরা ওডিআই ক্রিকেটার বিরাট
এরপরই ক্যাপ্টেন রাহানের প্রশংসা করে তিনি বলেন, “বড় মঞ্চে খেলার জন্য শৃঙ্খলাটা খুব জরুরি। রাহানে যখন ব্যাট করতে নেমেছিল প্রথম ইনিংসে, টিমের স্কোর ২-৬০। তারপরও ছ’ঘণ্টা ব্যাট করেছে। আমার তো মনে হয়েছিল, ওই দিনটায় ওর লড়াই ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। শুধু এইবার না রাহানের অনেক ইনিংস ভারতকে খারাপ জায়গা থেকে বের করেছে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584