নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ
আকাশ আটের পর্দায় চলছে ধারাবাহিক ‘হয়তো তোমারই জন্য’। এই ধারাবাহিকের অধিকাংশ চরিত্রই পেশায় আইনজীবী। এ বিষয় সকলেরই জানা। তবে, এই ধারাবাহিকে পালটে যেতে চলেছে একটি চরিত্রের মুখ। তথাগত ব্যানার্জির চরিত্রে এতদিন ধরে অভিনয় করছিলেন কৃষ্ণকিশোর মুখার্জি। এবার থেকে ওই চরিত্রে অভিনয় করবেন রাহুল বর্মন। এমনটাই জানিয়েছে চ্যানেল।
চ্যানেল সূত্রেই জানা গিয়েছে অভিনেতা কৃষ্ণকিশোর অসুস্থ থাকার কারণেই এহেন সিদ্ধান্ত। তথাগত ব্যানার্জি চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। এবং সে গল্পের নায়িকার বাবা। তার জীবনেও রয়েছে এক লম্বা কাহিনি। তাই সেই চরিত্রকে বাদ দিয়ে গল্প এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। রাহুল বর্মনের এক স্ত্রীর চরিত্রে চুমকি চৌধুরী। অন্য এক স্ত্রীর চরিত্রে মিশর বসু।
বিভিন্ন চরিত্রে রয়েছেন চৈতি ঘোষাল, বিপ্লব দাশগুপ্ত, নিশা পোদ্দার, জিতু কমল, সায়ন্তনী সেনগুপ্ত, সম্পূর্ণা মণ্ডল, বোধিসত্ত্ব মজুমদার, সৌরভ চ্যাটার্জি সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ আর্তদের পাশে লেখিকা স্বাতীলগ্না বোল
‘হয়তো তোমারই জন্য’ দেখুন সোম থেকে শনি সন্ধে সাড়ে ৭ টায়, আকাশ আট-এ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584