মোদী প্রধানমন্ত্রী নন ‘পাবলিসিটি মিনিস্টার’, বলে উল্লেখ রাহুলের

0
66

ওয়েব ডেস্ক,নিউজফ্রন্টঃ

লোকসভা নির্বাচন আসন্ন। রাজনৈতিক মহলে বিভিন্ন দলের পারস্পরিক বাক যুদ্ধ অব্যাহত । এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো প্রধান মন্ত্রী মোদী বনাম কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বাক যুদ্ধ ।এবারের ২০১৯ এর নির্বাচনে উত্তরপ্রদেশের আমেঠি ছাড়াও কেরালার ওয়েনাড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন রাহুল গান্ধী ।

Rahul called modi as publicity minister
ছবিঃ প্রতিবেদক

রবিবার নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদীকে নিশানা করে রাহুল বলেন ,”মোদীর ঔদ্ধত্য সাংঘাতিক এবং ক্ষমতার লোভও রয়েছে, উনি বিশ্বাস করেন সব সমস্যার সমাধান আছে ওনার কাছেই, কারোর সঙ্গে আলোচনাও করেন না ।”

দেশের বেকার সমস্যার জন্য রাহুল প্রধান মন্ত্রী কে দায়ী করে বলেন ,”২০১৪ সালে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন মোদী। দেশের মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে, ২ কোটি চাকরি বাড়বে বাজারে, ১০০ টি স্মার্ট সিটি তৈরি হবে, প্রতিশ্রুতি ছিল এরকম ।”

পাশাপাশি মোদীকে কটাক্ষ করে রাহুল বলেন ,”প্রধানমন্ত্রী নয়, প্রচারমন্ত্রী তিনি ।” পুলওয়ামা হামলা নিয়ে রাহুল অভিযোগ করেন “প্রধানমন্ত্রীর দফতর থেকে গণমাধ্যমের ওপর সাংঘাতিক চাপ দেওয়া হয়েছিল নির্দিষ্ট এক ধরনের তথ্য প্রকাশের জন্য ।”

আরও পড়ুনঃ কর্মী সভায় কুড়মী সম্প্রদায়ের দাবীকে সমর্থন কংগ্রেসের

তাঁর প্রধান মন্ত্রী হওয়া নিয়ে প্রশ্ন করা হলে রাহুল বলেন ,”আমি এটা নিয়ে মন্তব্য করলে তা খুবই উদ্ধত শোনাবে, মানুষই সিদ্ধান্ত নেবে।আমি দেশের ভালোর জন্য কাজ করব।এছাড়া কংগ্রেসের ভাবমূর্তি রক্ষা করাও আমার কাজ ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here