রাহুল এবার ডঃ মোহিম সেন

0
1040

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘প্রথমা কাদম্বিনী’ ধারাবাহিকে ইতিহাসের পাতা থেকে উঠে এল নতুন চরিত্র- ডঃ মোহিম সেন। শুধু এলই না, এসে কাদম্বিনীকে বিয়ের প্রস্তাবও দিল ডঃ মোহিম সেন। রীতিমতো বিলিতি কায়দায়। হাতে এক গোছা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে। প্রোমোটি বেশ উপভোগ্য।

Rahul Dev Bose | newsfront.co
রাহুল দেব বসু

ডঃ মোহিম সেনের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা রাহুল দেব বসুকে। রাহুল বাংলা টেলিভিশনের বহু পরিচিত মুখ। ‘বাজলো তোমার আলোর বেণু’তে প্রধান পুরুষ চরিত্র সোমনাথের চরিত্রে ছিলেন তিনি। এরপর ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকে কৌশিক বসুর চরিত্রে ছিলেন তিনি।

Kadambini | newsfront.co
ডঃ মোহিম সেনের ভূমিকায় রাহুল দেব বসু

কয়েকটি এপিসোডের পরেই আর দেখা যাচ্ছে না তাঁকে। তখনই আন্দাজ করা গিয়েছিল হয়ত অন্য কোনও চরিত্রে ফিরতে চলেছেন তিনি। আর ঠিক তাই। এবার পিরিয়ড ড্রামায় ডেবিউ করলেন তিনি। চরিত্রটি নিয়ে তাঁর উচ্ছ্বসিত থাকাটাই স্বাভাবিক। আর সত্যিই তিনি উচ্ছ্বসিত এবং আপ্লুত চরিত্রটি নিয়ে।

Rahul Basu | newsfront.co

এর আগে ‘স্ত্রী’, ‘ভজগোবিন্দ’ ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন সহ পরিচালক হিসেবে। রাহুল সৃজিত মুখার্জিকে অ্যাসিস্ট করেছেন ‘রাজকাহিনী’ ছবিতে। এ ছাড়া প্রি প্রোডাকশন করেছেন ‘জুলফিকার’ এবং ‘ইয়েতি অভিযান’ ছবির।

আরও পড়ুনঃ ওয়েবে ‘দেবদাস’

ফিল্ম স্টাডিজ নিয়ে মাস্টার্স করেছেন রাহুল। এরপর পোস্ট গ্র্যায়জুয়েট ডিপ্লোমা করেছেন মাস কমিউনিকেশনে। তার আগে ইঞ্জিনিয়ারিং পাশ করা হয়ে গিয়েছিল তাঁর। টান ছিল মঞ্চের প্রতি। ৬ বছর বয়সে মঞ্চে হাতেখড়ি রাহুলের। ইংরেজি এবং হিন্দি নাটকে অভিনয় করেছেন রাহুল। এহেন রাহুল এবার পিরিয়ড ড্রামায় মন ভরাবেন দর্শকের। সুপুরুষ রাহুলের ডঃ মোহিম সেনের লুকটিও দৃশ্যসুখ দেবে দর্শককে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here