নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
দায়িত্ব বাড়ল প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়ের। বেঙ্গালুরুর ক্রিকেট অ্যাকাডেমি(এনসিএ)-তে কোভিড টাস্ক ফোর্স গড়ছে বিসিসিআই। টাস্ক ফোর্সের অন্যতম সদস্য হলেন এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়। কমিটিতে একজন মেডিক্যাল অফিসার, হাইজিন অফিসার ও বোর্ডের ক্রিকেট অপারেশনস প্রতিনিধি থাকবেন।
এনসিএ-র টাস্ক ফোর্স রাজ্য সংস্থাগুলোর সঙ্গেও সমন্বয় রেখে চলতে হবে এই কমিটিকে। প্লেয়ারদের মধ্যে সংক্রমণের ঝুঁকি যাতে না থাকে তা নিশ্চিত করবে কোভিড টাস্ক ফোর্স।
আরও পড়ুনঃ সৌরভদের নির্দেশিকাতে সংশয় অরুণ লালের কোচ থাকা নিয়ে
এছাড়া কোনো ক্রিকেটারের কিছু সন্দেহ বিষয়ের লক্ষণ পাওয়া গেলে তাঁকে সরিয়েও দেওয়ার ক্ষমতাও থাকবে এই কমিটির। ক্রিকেটারদের সঙ্গে কথা বলে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে সচেতন করবে কমিটি। যেহেতু দ্রাবিড় এনসিএ’র বস ও একজন স্বচ্ছ ভাবমূর্তির ক্রিকেটার সেই কারণেই দ্রাবিড়কে এই দায়িত্ব দিলো বোর্ড। দ্রাবিড় নিজেও খুশি এই দায়িত্ব পেয়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584