কেরলে ভোটপ্রচারে গিয়েই রাম-বাম আঁতাতের ইঙ্গিত রাহুলের

0
107

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কখনো কেন মোদি ‘সিপিএম মুক্ত’ ভারতের কথা বলেন না? প্রশ্ন রাহুল গান্ধীর। নরেন্দ্র মোদি কংগ্রেসমুক্ত ভারত গঠনের আহ্বান জানিয়েছিলেন ২০১৪ সালের লোকসভা ভোটের পর থেকেই। সেই লক্ষ্যে অনেকটাই সফল মোদী-শাহ জুটি। ২০১৯ সালেও লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। এই ‘কংগ্রেসমুক্ত’ শব্দ নিয়েই আপত্তি রাহুল গান্ধীর। কেরলের জনসভায় কংগ্রেসের প্রাক্তন সভাপতির প্রশ্ন ‘শতাব্দীপ্রাচীন দলকে নিয়ে সমস্যা রয়েছে বিজেপি নেতাদের। কিন্তু সিপিএমকে নিয়ে নেই কেন?’

Rahul Gandhi | newsfront.co
রাহুল গান্ধী। ফাইল চিত্র

বাংলায় সিপিএম কংগ্রেস জোট করে লড়ছে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াই করছে । কেরলে আবার তারা দুজনে পরস্পরের বিরুদ্ধে লড়ছে। কেরলে ভোটপ্রচারে গিয়েই রাম-বাম আঁতাতের ইঙ্গিত দিলেন রাহুল। তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রী নিয়মিত বলেন, কংগ্রেসমুক্ত ভারত। সকালে ঘুম থেকে উঠে শুরু করেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে বলেন কংগ্রেসমুক্ত ভারত। কই সিপিএমমুক্ত ভারতের কথা ওঁর মুখে আসে না? কখনই উনি বলেন না। যাই হোক, ওঁর বামপন্থীদের নিয়ে কোনও সমস্যা নেই। খালি কংগ্রেসকে নিয়েই যত সমস্যা ওনার।’

আরও পড়ুনঃ ‘হারবে বুঝেই ইভিএম বদলের চক্রান্ত করছে বিজেপি’, অভিযোগ যশোবন্ত সিনহার

কেরলে হিংসার জন্যেও বামপন্থীদের কাঠগড়ায় তুলেছেন ওয়ানাডের সাংসদ। বলেন,’দেশের ঐক্যের জন্য বিপজ্জনক আরএসএস। তাদের মতো সমাজে বিভাজন ছড়ায় বামেরা। হিংসা ও ক্রোধের রাজনীতি করে তারা। কংগ্রেস কখনও ঘৃণা ছড়ায়নি। সবসময় মানুষকে ঐক্যবদ্ধ করেছে। কংগ্রেস কর্মীদের হত্যা করছে বামেরা। কংগ্রেস কর্মীরা কখনও কাউকে হত্যা করেনি। এটাই বামেদের সঙ্গে কংগ্রেসের ফারাক।’

আরও পড়ুনঃ ‘কুমির তাড়াতে গিয়ে হাঙর আনবেন না’, পরামর্শ মানিকের

বাংলায় বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফের জোট সংযুক্ত মোর্চা ভোটে লড়ছে। কেরলে আবার বাম-কংগ্রেস সম্মুখ সমরে। আগামী ৬ এপ্রিল কেরলে ভোট। তার আগে রাহুল গান্ধীর এই মন্তব্য বাংলায় কতটা প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন থাকছেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here