ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
কয়েকদিন ধরেই “মোদী জি, আমাদের ভ্যাকসিন বিদেশে পাঠালেন কেন ?” এমন পোস্টার ছড়িয়ে পড়েছে দিল্লির বিভিন্ন এলাকাজুড়ে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন পোস্টার লাগানোর অভিযোগে গ্রেফতারও করা হয়েছে ১২জনকে। এবার এর বিরুদ্ধে প্রতিবাদে শামিল হল কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
সংবাদ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে সম্পত্তিহানি করার অভিযোগেও মামলা দায়ের করা হয়েছে। ডিফেসমেন্ট অব পাবলিক পপার্টি অ্যাক্ট-সহ একাধিক ধারায় দায়ের হয়েছে ২১টি মামলা। এরই বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল গান্ধী সহ কংগ্রেসের অনেক নেতাই। আজ ওই পোস্টারের বয়ান উল্লেখ করে রাহুল গান্ধী টুইট করেছেন, ‘‘আমাকেও গ্রেফতার করুন।’’
Arrest me too.
मुझे भी गिरफ़्तार करो। pic.twitter.com/eZWp2NYysZ
— Rahul Gandhi (@RahulGandhi) May 16, 2021
আরও পড়ুনঃ প্লাস্টিকের পরিবর্তে এবার সুতির ব্যাগে মুড়ে করোনা আক্রান্ত মৃতদেহ সৎকার
বিরোধী দলের অভিযোগ, করোনার দ্বিতীয় ঝড় সামলাতে ব্যর্থ মোদি সরকার। দেশে করোনা অতিমারীর এই ভয়াবহ পরিস্থিতিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নিয়েও বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। সমালোচনার ঝড় উঠেছে বিদেশি সংবাদমাধ্যমেও। দেশে মজুত নেই পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন, বেড, আকাল পড়েছে ভ্যাকসিনেও। মহামারির এই কঠিন পরিস্থিতির জন্য আগে থেকে কেন প্রস্তুতি নেয়নি সরকার, এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584