করোনা সামলাতে আফগানিস্থান পাকিস্তানের পিছনে ভারত, মোদীকে নিশানা রাহুলের

0
95

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আইএমএফ আর্থিক বৃদ্ধি নিয়ে যা পূর্বাভাস দিয়েছে তা নরেন্দ্র মোদী সরকারের পক্ষে বড়ই লজ্জার কোনো সন্দেহ নেই, পূর্বাভাসে বলা হয়েছে যে, জিডিপি বৃদ্ধিতে ভারতকে ছাপিয়ে যাবে বাংলাদেশ। তারপর থেকেই একের পর ইস্যুতে মোদী সরকারকে তুলোধোনা করে চলেছেন রাহুল গান্ধী।

Rahul Gandhi | newsfront.co

করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়েও মোদীকে নিশানা করে রাহুল বলেন আফগানিস্তান, পাকিস্তান ও ভালো কাজ করেছে ভারতের চেয়ে করোনা পরিস্থিতিতে।

 

দেশের আর্থিক সংকটের জন্য করোনাকে দায়ী করেছিল মোদী সরকার, কিন্তু সেই করোনা পরিস্থিতি সামাল দিতেও সম্পূর্ন ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী টুইট করেন, ‘বিজেপি সরকারের আরেকটি বড় সাফল্য। পাকিস্তান, আফগানিস্থানও ভারতের থেকে কোভিড মোকাবিলা ভাল করে করেছে।’

আরও পড়ুনঃ মর্যাদা পুনরুদ্ধারে নয়া জোট উপত্যকায়

আইএমএফের পূর্বাভাসে বলা হয়েছে ২০১৯-২০ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধিতে ভারতকে পিছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাবে। শুধু বাংলাদেশ নয় পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান, চিনের আর্থিক অবস্থার প্রেক্ষাপট ভারতের থেকে অনেক ভাল জায়গায় থাকবে বলেও জানিয়েছে আইএমএফ। ভারতের আর্থিক বৃদ্ধি ১০৩.৩ শতাংশ কমেছে বলে জানানো হয়েছে আইএমএফের তরফে।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কেটে পিএম কেয়ার্সে জমা পড়েছে ১৫৭.২৩ কোটি টাকা

করোনা মোকাবিলায় অপরিকল্পিত লকডাউন আরও বাড়িয়েছে মোদী সরকারের ব্যর্থতা, এই নিয়ে আগেও বহুবার সরব হয়েছেন রাহুল। আইএমএফের রিপোর্ট আরও একটি অস্ত্র হল রাহুলের, বিগত কয়েকদিন ধরে এই রিপোর্টকে সামনে রেখেই সোচ্চারে মোদী সরকারের সমালোচনা করে চলেছেন রাহুল গান্ধী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here