নগদ চাই, ঋণ নয় প্যাকেজ নিয়ে ভাবার অনুরোধ রাহুলের

0
42

সমর্পিতা বন্দোপাধ্যায়,ওয়েবডেস্কঃ

মানুষের এখন শুধু নগদ টাকার প্রয়োজন। সরকার পরিযায়ী শ্রমিকদের হাতে টাকা তুলে দিক। ঠিক এমনটাই বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। মোদির ঘোষণা করা ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজটি নিয়ে পুনর্বিবেচনা করার জন্য জানান তিনি। যদি সরকার এই পরিবার গুলোর হাতে টাকা তুলে না দেন তাহলে আরও সমস্যায় পড়তে হবে বলে জানান তিনি।

Rahul Gandhi | newsfront.co
ফাইল চিত্র

ভিডিও কলের মাধ্যমে সাংবাদিকদের উদ্দেশে রাহুল গান্ধি কৃষক এবং শ্রমিকদের জন্য তাৎক্ষনিকভাবে ত্রাণ সরবরাহ করতেই না পারা ‘ঋণের প্যাকেজ’ সম্পর্কেও ‘গুরুতর প্রতিক্রিয়া’ ব্যক্ত করেন। তিনি বলেন মোদী সরকার, অর্থনৈতিক প্যাকেজ নিয়ে কিছু করুক গরিবদের এই মুহূর্তে টাকা দরকার, ঋণ নয়।

আরও পড়ুনঃ চতুর্থদফা লকডাউনে হটস্পট নির্ধারন করবে রাজ্য

রাহুল গান্ধি বলেন, “আমাদের জনগণের অর্থের প্রয়োজন। প্রধানমন্ত্রীর এই প্যাকেজটি নিয়ে পুনর্বিবেচনা করা উচিত। মোদীজির সরাসরি নগদ স্থানান্তর, এমএনআরইজিএ-র অধীনে ২০০ দিনের কর্মদিবস, কৃষকদের জন্য অর্থ সম্পর্কে চিন্তা করা উচিত, কারণ তারা ভারতের ভবিষ্যত।”

করোনার হাত থেকে বাঁচার জন্য যে লকডাউন দেশ জুড়ে শুরু হয়েছে তাতে আর্থিক পরিকাঠামো শেষ হয়ে গেছে, কর্মহীন হয়ে পড়েছে ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ। যেসব শ্রমিকরা সর্বসান্ত হয়ে ফিরেছেন বাড়িতে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কমপক্ষে ৭,৫০০ টাকা পাঠানোর অনুরোধ করেন রাহুল। সূত্রের খবর, অনুসারে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও রাহুল গান্ধির সঙ্গে আলোচনায় এই বিষয়টি তুলে ধরেছিলেন।

কিছুদিন আগে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই নোবেলজয়ী মানুষটি জানান যে এই দুর্দিনে নতুন করে টাকা ছাপানো ছাড়া আর কোনো রাস্তা নেই। আর এই টাকা সমাজের গরিব ও মধ্যবিত্ত দের হাতে তুলে দিতে কিছু পরিমানে তাহলেই ভারত এই চরম আর্থিক দুর্দশার থেকে মুক্তি পাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here