নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ফের নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দেশের জিডিপি নিয়ে মোদীকে কটাক্ষ করে রাহুল গান্ধী বললেন, “মোদী হ্যায় তো মুমকিন হ্যায় (মোদী থাকলে সব কিছুই হওয়া সম্ভব)।”
২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এই স্লোগান নিয়েই প্রচারে নেমেছিলেন রাহুল। দেশের জিডিপি প্রসঙ্গে বলতে গিয়ে আবার সেই স্লোগানকেই ব্যবহার করলেন তিনি। সম্প্রতি ইনফোসিস কর্ণধার নারায়ণমূর্তি জিডিপি প্রশ্নে উদ্বেগের কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, “স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের আর্থিক বৃদ্ধি সর্বনিম্ন হতে পারে।”
আরও পড়ুনঃ কতটা নিরাপদ রাশিয়ার ভ্যাকসিন? পরীক্ষা করার কথা বললেন এইমস ডিরেক্টর
সোমবার নারায়ণমূর্তি বলেছেন, “দেশের অর্থনীতি ১৯৪৭-এর পর থেকে সর্বনিম্ন হতে পারে। তাই সরকারের উচিত আর্থিক সংস্কার করে সঠিক দিশা দেখানো। যাতে আম আদমি জীবন নির্বাহ দুষ্কর না হয়।” তাঁর মন্তব্য, “ভারতের জিডিপি অন্তত ৫ শতাংশ সঙ্কুচিত হবে। একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সর্বনিম্ন কমবে আর্থিকবৃদ্ধি।
আরও পড়ুনঃ ‘আমরা এই বাংলাকে সোনার বাংলা তৈরি করবো’ – দিলীপ ঘোষ
করোনাভাইরাস, লকডাউন, পরিযায়ী শ্রমিক-সহ একাধিক বিষয়ে মোদী সরকারের বিরুদ্ধে বার বার সরব হয়েছেন রাহুল। দেশে করোনার সংক্রমণ যে দিন ২০ লক্ষ পেরোল, সে দিনও মোদী সরকারকে কটাক্ষ করে বলেছিলেন, ’২০ লক্ষ ছাড়াল সংক্রমণ, মোদী সরকার কোথায়!’ দেশের অর্থব্যবস্থাকে সামাল দেওয়ার মতো ক্ষমতা মোদী সরকারের নেই বলেও কটাক্ষ করেছিলেন তিনি। রাহুল বলেন, “দেশের অর্থব্যবস্থা সম্পর্কে কোনও ধারণা নেই মোদী ও তাঁর দলের।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584