নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
শুক্রবার পালিত হচ্ছে না প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির ৫০ তম জন্মবার্ষিকী। করোনা পরিস্থিতি এবং গালওয়ান উপত্যকায় ২০ জন জওয়ানের মৃত্যুর মধ্যে জন্মদিন পালন করতে চান না রাহুল। সেজন্য রাহুলের জন্মদিনে গরিবদের ৫০ লক্ষ খাবার প্যাকেট এবং করোনাভাইরাস যোদ্ধাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুপমেন্ট (পিপিই) কিট এবং মাস্ক দিতে চলেছে কংগ্রেস।
সব রাজ্যের সংগঠন এবং রাজ্য নেতৃত্বকে কংগ্রেসের সাধারণ সচিব কেসি ভেনুগোপাল বলেছেন, ‘আপনারা সকলেই জানেন, চিন সীমান্তে সংঘর্ষে ২০ জন সাহসী ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন। তাঁদের মৃত্যুতে শোকাহত গোটা দেশ।
আরও পড়ুনঃ ব্যবহার করা যাবে না চিনা সরঞ্জাম, বিএসএনএল-কে নির্দেশ কেন্দ্রের
এই পরিস্থিতিতে গরিবদের খাবার প্যাকেট দেওয়া, কমিউনিটি কিচেন খোলা-সহ যে কর্মসূচির পরামর্শ দেওয়া হয়েছে, তা সর্বোত্তম নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এবং আমাদের বীর জওয়ানদের সম্মান করতে হবে।’ একইসঙ্গে, দলের তৃণমূল স্তর পর্যন্ত সব নেতানেত্রীদের জন্মদিন পালন বা কেক কাটা বা স্লোগান দেওয়া বা ব্যানার টাঙানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584